পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীযুক্ত গিরীশের বাড়ী—নরেন্দ্রাদি সঙ্গে । ২১৭ AMAeS AMAMSASA eSAAA AMMS AASAASAASAAAS SAASAASAASAASAASAASAAAS গিরীশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন। সেই রাত্রেই যেতে হবে। শ্রীরামকৃষ্ণ । রাত হবে না ? ... • গিরীশ । না, যখন ইচ্ছা, আপনি যাবেন, আমায় আজ থিয়েটারে { Theatre ) যেতে হবে—তাদের ঝগড়া মেটাতে হবে । পঞ্চম পরিচ্ছেদ । [ রাজপথে । ] গিরীশের নিমন্ত্রণ। রাত্রেই যেতে হবে। এখন রাত ৯টা হবে । বলরামও ঠাকুর খাবেন ব’লে রাত্রের থাবার প্রস্তুত ক’রেছেন । পাছে বলরাম মনে কষ্ট পান, ঠাকুর গিরীশের বাড়ী যাইবার সময় তাই বুঝি বলিতেছেন,— “বলরাম ! তুমিও খাবার পাঠিয়ে দিও।” - দুতলা হইতে নীচে নামিতে নামিতেই ভগবদ্ভাবে বিভোর ! যেন মাতাল। সঙ্গে—নারাণ, মাষ্টার। পশ্চাতে রাম, চুনি ইত্যাদি অনেকে। একজন ভক্ত বলিতেছেন, সঙ্গে কে যাবে ? ঠাকুর বলিলেন, একজন হ’লেই হলো । - নামিতে নামিতেই বিভোর । নারাণ হাত ধরিতে গেলেন, পাছে পড়িয়া যান। ঠাকুর বিরক্তি প্রকাশ করিলেন । কিয়ৎক্ষণ পরে নারাণকে সম্বেহে বলিলেন, হাত ধরলে লোকে মাতাল মনে করবে, আমি আমনি চলে যাব। বোসপাড়ার তেমাথা পার হচ্ছেন–কিছু দূরেই ত্রযুক্ত গিরীশ ঘোষের বাড়ী। এত শীঘ্ৰ চ’লছেন কেন ? ভক্তের পশ্চাতে প’ড়ে থাকৃছে। না জানি হৃদয়মধ্যে কি অদ্ভূত দেবভাব হইয়াছে ! বেদে যাহাকে বাক্যমনের অতীত বলিয়াছেন, তাহাকে চিন্তা করিয়া কি ঠাকুর পাগলের মত পাদবিক্ষেপ করিতেছেন ? এই মাত্র বলরামের বাড়ীতে বলিলেন যে, সেই পুরুষ বাক্যমনের অতীত নহেন ; তিনি শুদ্ধমনের, শুদ্ধবুদ্ধির, শুদ্ধ-আত্মার গোচর। তবে বুঝি সেই পুরুষকে সাক্ষাৎকার করছেন। এই কি দেখছেন—“যে কুচ হায়, সে তুহি হায়” ? • . . " এই যে নরেন্দ্ৰ আসিতেছেন। নরেন্দ্র নরেন্দ্র বলিয়া পাগল ! কৈ নরেন্দ্র ত সম্মুখে আসিলেন, ঠাকুর ত কথা কহিতেছেন নু r লোকে বলে, এর নাম ভাব ; এইরূপ কি শ্ৰীগৌরাঙ্গের হইত ? 轶、