পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুামপুকুর বাট । সরকার, গিরীশ প্রভৃতি ভক্ত সঙ্গে ৷ ২৬৫ SAMAMeMSMAeeAeAMAMAAAA - ۹ گاهصحیح میبایی AMMMMMMAMMSMMAMMMA AMMAMMeeeeMMMeeMeeeAMAMAMSeSeSeSAMMS বিশ্বাস ক’রে ঐ দোকানেই আসে ; ভাবে এরা পরম ভক্ত, কখনও ঠকাতে যাবে না। একদল খদের এলে দেখ তো, কোনও কারিগর ব’লছে, ‘কেশব !’, ‘কেশব ? অার এক জন কারিগর খানিক পরে নাম করছে, ‘গোপাল |’ ‘গোপাল ! আবার খানিকক্ষণ পরে একজন কারিগর ব’লছে, ‘হরি’, ‘হরি’, ‘হরি ; তার পর কেউ ব’লছে ‘হর’, *হর’। কাজে কাজেই এত ভগবানের নাম দেখে খরিদ্দারেরা সহজেই মনে করতো, এ স্যাকরা অতি উত্তম লোক। কিন্তু ব্যাপারটা কি জান ? যে ব’ল্লে, ‘কেশব P; তার মনের ভাব, “এ সব ( খদের ) কে ? যে ব’ল্পে "গোপাল ! গোপাল |’ তার অর্থ এই যে আমি এদের বেয়ে চেয়ে দেখলুম, এর গরুর পাল (সকলের হাস্ত ) ৷ . যে ব'ল্লে ‘হরি’ ‘হরি’—তার অর্থ এই যে “যদি গরুর পাল হয়, তবে হরি অর্থাৎ হরণ করি’ ( সকলের হাস্য )। যে ব’ল্লে ‘হর’, ‘হর,”—তার মানে এই—তবে হরণ কর, হরণ কর, এরা তো গরুর পাল ! ( সকলের হাস্ত । ) “সেজে বাবুর সঙ্গে আর এক জায়গায় গিয়েছিলুম ; অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল। আমি তো মুখ্য ( সকলের হাস্ত । ) তারা আমার সেই অবস্থা দেখলে, আর আমার সঙ্গে কথাবার্তা হ’লে ব’ল্লে, “মহাশয়! আগে যা পড়েছি, তোমার সঙ্গে কথা ক’য়ে, সে সব পড়া, বিদ্যা, সব থু হ’য়ে গেল ! এখন বুঝেছি, তার কৃপা হ’লে জ্ঞানের অভাব থাকে না, মূৰ্খ বিদ্বান হয়, বোবার কথা ফুটে ! তাই ব’লছি, বই পড়লে পণ্ডিত হয় না। ’ - - * [ ঈশ্বরের আবির্ভাব ও মূর্থের কণ্ঠে সরস্বতী । ] শ্রীরামকৃষ্ণ । ই, তার কৃপা হ’লে জ্ঞানের কি আর অভাব থাকে ? দেখন, আমি তো মুখু,ে আমি তো কিছুই জানি না, তবে এ সব কথা বলে কে ? আবার এ জ্ঞানের ভাণ্ডার অক্ষয় ! ও দেশে ধান মাপে ‘রামে রাম’, ‘রামে রাম এই সব বলতে বলতে। এক জন মাপে; আর যাই ফুরিয়ে আসে, এমন সময়ে আর একজন রাশ ঠেলে দেয়। তার কৰ্ম্মই ঐ, ফুরালেই রাশ ট্যালে। আমিও যা কথা ক’য়ে যাই ফুরিয়ে আসে আসে হয়, মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভাণ্ডারের রাশ ঠেলে দেন । "ছেলে বেলায় তার আবির্ভাব হ’য়েছিল। এগারো বছরের সময়