পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সিতির ব্রাহ্মসমাজ দর্শন। ‘ ’ ની ૭૯ vaoas rror. متهم بخشیخ عیسیحیت حمایی مربوطی ASA SSASAS SSASAMAMAAAS এদিকে সমাজগৃহে সঙ্কীৰ্ত্তন আরম্ভ হইয়াছে। ভগবান ক্রয়ামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতে লাগিলেন, ব্ৰাহ্মভক্তের খোল করতালি লইয়। তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতে লাগিলেন। সকলেই ভাবে মত্ত, যেন ত্রভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন । হরিনামের রোল উত্তরোত্তর উঠিতে লাগিল। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতে পাইল, আর মনে মনে উদ্যানস্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতে লাগিল ? কীৰ্ত্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ট হইয়া জগন্মাতাকে প্রণাম করিতে লাগিলেন আর প্রণাম করিতে করিতে বলিতে লাগিলেন, “ভাগবতভক্তভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে প্রণাম, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্ৰহ্মজ্ঞানীদের চরণে প্রণাম, ব্রাহ্মসমাজের ইদানীং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্ৰণাম।” - বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণও ভক্তসঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন । .