পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৬ ঐশ্রীরামকৃষ্ণকথামৃত। ১৮৮২৮১৪ ডিসেম্বর। . মায়া ব্যবধান আছে বলে, লক্ষণরূপ জীৰ সেই ঈশ্বরকে দেখতে পারঙ্গাই!

  • ಿ দেখ, আমি এই গামছাখান দিয়ে মুখের সামনে, • করছি। - আৰু আমার খেতে পাছ না। তবু আমি এত কাছে। সেইরূপ জগৰ সকলের চেয়ে কাছে, তবু এই মায় আবরণের দরুণ তাকে দেখতে পারিছ না। । “জীৰ তো সচ্চিদানন্দ স্বরূপ। কিন্তু, এই মায়া বা অহঙ্কারে তাদের সব নানা উপাধি হয়ে প’ড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে।

“এক একটা উপাধি হয়, আর জীবের স্বভাব বদলে যায়। যে কালাপেড়ে কাপড় পরে আছে, অমনি দেখবে, তার নিধুর টপ্পার তান এসে জোটে ; আর তাস খেল, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি (stick), এই সব এসে জোটে। রোগ লোকও যদি বুট জুতা পরে, সে অমনি সিস দিতে স্থারম্ভ করে, আর সিড়ি উঠবার সময় সাহেবদের মত লাফিয়ে উঠতে থাকে । মান্থষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ যে, সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকবে। “টাকাও একটা বিলক্ষণ উপাধি। টাকা হলেই মাহৰ আর এক রকম । এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করতো। সে বাহিরে বেশ বিনয়ী । ছিল। কিছু দিন পরে আমরা কোগরে গেছলুম। হলে সঙ্গে ছিল। নৌক৷ থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে। বোধ হয়, হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর। বলি-প্লাছ কেমন? তার কথার স্বর শুনে আমি হজেকে বহুম, ‘ওরে স্বদে ! এ লোকটার টাকা হয়েছে, তাই এই রকম কথা r স্বদে হাসতে লাগলো। । একটা ব্যাঙের একটা টাকা ছিল। তার গর্তে টাকাটা ছিল। একটা । হাতী সেই গর্ভ ডিদিয়ে গিছিল। তখন ৰাঙটা বেরিয়ে এসে খুব রাগ কৰে , হাতীৰে লাৰী দেখাতে লাগল, আর বন্ধে তোর এত বড় সাধ্য যে আমায় ఫోన ডিৰিয়ে স্বাস টাকার এত অহংকার। । ... ... - o . ( অহংকার কখন যায় ; ব্ৰহ্মজ্ঞানের অবস্থা।) . “শুনলাভ হ’লে ভ श्रकोब्र যেতে পারে l জ্ঞানলাভ হলে সমাধিস্থ ट्ध्र !

"বেদে শাছে যে, সপ্তমন্থ মতে মন গেলে তৱে সমাধি হয়, সমাধি হলেই ।