পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্ৰীহরিলীলামৃত । |; o

-- বৈষ্ণবের শিরোমণি ছিল ভজরাম । প্রভুদের সঙ্গে সদা করে হরিনাম ॥ হরিকথা কৃষ্ণকথা হ’য়ে একতর । কোন কোন নিশি হ’ত অই ভাবে ভোর ॥ চৌধুরীর বাট ছিগ পঞ্চ সহোদর। এক প্রভু আমতিটা বাধিলেন ঘর ॥ তথা আসি পারিষদৃগণের মিলন । রাত্রি দিবা করিতেন হরিসংকীৰ্ত্তন ॥ তার পূর্ণ অংশে ছিল পোদারের বাটী। চারি ভাই সেইখানে বঁাধিলেন ভিটী ॥ অই বাটী পূৰ্ব্বকালে বিশ্বনাথ ছিল। সেজন বৈরাগী হয়ে বৃন্দাবনে গেল । এ ভাবে করিল সবে ওঢ়ার্কাদি বাস। কবি বলে শুনিলে পাপের হয় নাশ । سبب مماہاستعمے প্রভুদের প্রতি জমিদারের বিনয় । পয়ার . --- -- স্থানত্যাগী ওঢ়াক দি অাছে পঞ্চভাই। জমিদারে লুঠে নিল বিত্ত কিছু নাই । পাৰ্ব্বতীচরণ বাবু ওঢ়র্কাদি গিয়া। প্রভুদের বলিলেন বিনয় করিয়া ॥ . বহু স্তুতি মিনতি করিল বারেবার । সফল নগরে যেতে করি পরিহার ॥ কৃষ্ণদাস বলে শুন শুন মহাশয় । আর না হইব প্রজা তোমার ভিটায় ॥ তুমি রাজা নাহি তব উচিত বিচার। তোমার সমান অধাৰ্ম্মিক নাহি আর ॥ একবার যার সঙ্গে হ’য়েছে শক্ৰতা । পুন তার সঙ্গে কেহ না কর মিত্রত ॥ -নারীকে রাজাকে নাহি বিশ্বাস করিবে । চাণক্য পণ্ডিতবাক্য-মিথ্য নাহি হবে। বিশেষ বিভীষণের প্রতিজ্ঞ রয়েছে। . সে বাক্য মোদের পক্ষে সকল ফ’লেছে ৷ জমিদার কহে তোমাদের টাকা দিব। সাতশত টাক। সুদ সহ শোধ হ’ব ৷ ধান্ত গোল ঘর গরু যত লুঠিয়াছি। নিহেতু আমরা বড় দুষ্কৰ্ম্ম করেছি। ইহকালে আমাদের হইল দুনাম । আখেরে হইবে মন্দ বুঝে দেখিলাম। ് പ് জমাজমি তোমাদের ছিল যে সমস্ত। . অন্যের সহিতে করি নাই বন্দোবস্ত ॥ যত লুঠ করিয়াছি অস্থাবর মাল । বুঝে দিব খাট পাট ঘটি বাটি থাল। যা হবার হয়েছে আমিত জমিদার। তোমাদের নিকটেতে করি পরিহার ॥ পঞ্চ ভাই জমিদার নিকটে আসিয়া । কহিলেন ভূস্বামীরে বিনয় করিয়া। আমাদের ক্রোধ আর নাহি তোমা প্রতি । এখানে আসিয়া সোর হইয়াছি স্থিতি ॥ " রাজারামরত্ন রায় মহিমা অপার। হইয়াছি তার প্রজ করে অঙ্গীকার । , এখনে তাহাকে ত্যাগ করা বড় লাজ । , , বিনা দোষে ভিটা ছাড়া অধৰ্ম্মের কাজ ॥ বিনা অপরাধে বল কেব। ছাড়ে বাপ । এখন তোমার ভিটা য়েতে যাওয়া পাপ . – এত-গুনি-বাবু তবে ছাড়ি দীর্ঘশ্বাস । 〜一骨下 নিজ ঘরে গেল ফিরে হইয়া নৈরাশ ॥ q স্বচ্ছন্দে আনন্দ চিতে মুখে করে বাস। বড় কৰ্ত্ত কৃষ্ণদাস করিল প্রকাশ । হরি হরি বল ভাই নাম কর সার। তারক কহিছে হরি হবে কর্ণধার। পঞ্চ ভাই পৃথগ ও যুদ্রাবণ্টন। লঘু ত্রিপদী পঞ্চ ভাই, এক ঠাই, বসিয়া হরিষে , হৃষ্টমনে, ভ্রাতৃগণে, কৃষ্ণদাস ভাবে ॥ " কল্য দিনে, মম মনে, ভাবিয়াছি যাহা । হৃদি খুলে, সবে স্থলে, বলি ভাই তাহা . দেখ ভাই, এক ভাই, করে ঠাকুরাল। " পারে যদি, করে বিধি, মন্দ নাহি বলি। যে সময়, ত্যাগ হয়, সফল নগরী। এর আগে, হ’তে লাগে, প্রকাশ ঠাকুরী ॥ তাহা যত, অবগত, লিখিব সে লীলে। শুন বাৰ্ত্তা, বড় কওঁ, এবে যা কহিলে। . / হ’লে বংশ, বহু অংশ, হইব পৃথক। - সরাজিতে, একালেতে, হইব বন্টক । কর্ম ছাড়া, ঘর ছাড়া, হয়েছি নাও যে অবস্থা, এ ব্যবস্থা, হওরে পৃথক। أبي