পাতা:সংগীতানন্দ লহরী.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ৩৩ ] - প্রফুল্ল নীলকমল নয়ন ত্রয় নিৰ্ম্মল, প্রভাত রবি মণ্ডল, অস্ত রে তাহার। কামের কার্গক লাজে, আকর্ণ জযুগ রাজে, মনসিজে মোহে শিবে, চারু হাসিনী ॥১। শ্রুতি মুলে শব , শিশু, কপালে, অৰ্দ্ধ হিমাংশু, চরণকর নখরে পূর্ণেন্দু উদয়। সুতীক্ষু কৃপাণ করে, বরাভয় মুণ্ড ধরে, নর শির হার উরে, নর কর কিঙ্কিণী ॥২। শ্বামপদ কোকনদ, fত্রলোকের সম্পদ, নীলকণ্ঠ দি হ্রদ, আধার তাহার। বিহরে আনন্দ ভরে, নিজতনু না সম্বরে, রামচন্দ্র চিন্তাগারে, রতিপতি বিড় স্বিনী ৷৷ ৩ ৷৷ আমি কি হেরিলাম শুমা দলিতাঞ্জনী, নয়ন নিৰ্ম্মল করে মনোরঞ্জিণী। ধ্ৰুং । অসম্ভব ঘন ঘটা, লজ্জিত দামিনী ছটা, ব্ৰহ্মাণ্ডে এমন কেট, কার রমণী ॥ ৫। সুধাকর অৰ্দ্ধ ভালে, শব শিশু শ্রুতিমূলে, ন্যস্কৃত মকরাকৃতি, মণি কুণ্ডলে। বালাক্কনিয়ন কোণে, হয়েছে আসব পানে, ভ্রভঙ্গী ভঙ্গিমা অতি, নব রঙ্গিণী ॥ ১। কুন্দ পুষ্প দৰ্প নাশে, হাসে দস্ত সুপ্ৰ কাশে, খগপতি চকু আশা, নাসা বিনাশে। কেশর কুসুম প্রায়, বেসর ছলিছে তায়, ওষ্ঠ পকৃ বিষ হরে, স্থছভা ষিণী ৷ ২ ৷ বিগলিত কেশ জালে, পতিত চরণ তলে, মুক্ত মালা মুণ্ড মালা, লম্বিত গলে । নাশে দাড়িম্বের দত্ত, উচ্চ কুচ করি কুম্ভ, ত্ৰিবলী নাগিনী নাতি, সরোগামিনী ॥ ৩ ॥ S