পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e মংবাদ পত্রে লোকালের কথা سیt (২৮ জানুয়ারি ১৮৩৭ । ১৬ মাঘ ১২৪৩ ) এতদেশীয় শিক্ষালয় –সংপ্রতি বাজিপাড়াতে শ্ৰীযুত বাবু রামচন্দ্র চট্টোপাধ্যায়ের বাটতে শাস্তিপুরবাসি শ্ৰীযুত বাবু মতিলাল রায় এক ইঙ্গরেজী পাঠশালা স্থাপন করিয়াছেন ঐ বিদ্যালয়ে বহুতর ছাত্রের উত্তমরূপ শিক্ষিত হইতেছেন । - ( ২৯ এপ্রিল ১৮৩৭ । ১৮ বৈশাখ ১২৪৪ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়বরাবরেষু।–আমি অতিআহলাদপূর্বক নিবেদিতেছি যে চেরেটা স্কুল শাস্তিপুরে আমি স্থাপন করিয়াছি তাহাতে ৮৬ জন বালক হইয়াছে গত ২৪ চৈত্র বৃহস্পতিবার জিলা নবদ্বীপস্থ ধৰ্ম্মোপদেশক শ্ৰীযুত মেং ডবলিউ আই ডিয়ের সাহেব স্কুল ইষ্টার্থে আগমন করিয়া বালকদিগের পাঠের পরীক্ষা লইলেন তদ্বারা ফাষ্ট ক্লাসের বালক শ্ৰীভগবান হালদার ও শ্ৰীগোবিন্দচন্দ্র মুখোপাধ্যায় ও শ্রীরামরত্ব চট্টোপাধ্যায় ওগয়রহ উত্তমপ্রকার ইস্পীচ এবং ভূগোলীয় যাবদীয় বৃত্তাস্ত পরীক্ষা দেওয়া যায় এবং দ্বিতীয় ও তৃতীয় ও চতুর্থ ও পঞ্চম ক্লাসের বালকসকল ইপাঁচ ও গ্রামার ওগয়রহ ও ইম্পেলিং প্রভৃতি নানাপ্রকার পরীক্ষা দেওয়া যায়। উক্ত সাহেব তদৃষ্টে অতি সন্তুষ্ট হইয়া বালকদিগকে এবং স্কুল হেড মাষ্টার মেং এগুরু সেবিন্স সাহেবকে ধন্যবাদ প্রদান করিয়া স্কুলের বালকেরদিগের প্রকাশু একজামিনকরণ কৰ্ত্তব্য স্থির করিলেন এবং তৎকালীন যে যেমন উপযুক্ত তাহাকে তদ্রুপ প্রাইজ দেওয়া স্থির করিলেন এমতে তাহার উদ্যোগ হইতেছে ৮ ইচ্ছা ত্বরায় নিৰ্বাহ হইবেক এবং ভরসা করি তৎকালীন জিলাস্থ হাকিম সকল এবং দেশস্থ বঙ্গ ও ইউরোপীয় ধনাঢ্য মহাশয়ের অবশ্যই আগমন করিয়া বালকদিগের পরীক্ষা লইয়া স্কুলসম্পাদকের প্রতি জন্মাইবেন । তাহার এক মাস পূর্বে জেনরল এডবরটাইজ করা যাইবেক । শ্রীমতিলাল রায়স্ত । ( ১ মার্চ ১৮৩৪ । ১৯ ফাল্গুন ১২৪০ ) মুরশিদাবাদে ইঙ্গলওঁীয় পাঠশালা —জ্ঞানান্বেষণ পত্রের দ্বারা অবগত হওয়া গেল যে মুরশিদাবাদে নিজামতের পাঠশালাতে ইঙ্গরেজী ভাষার অধ্যয়ন আরম্ভ হইয়াছে। এই নিয়মের মূল শ্ৰীযুত কাপ্তান থোস বি সাহেব তিনি কলিকাতার বিদ্যাধ্যাপনার সাধারণ " কমিটিতে দুই জন ইঙ্গরেজী শিক্ষকের নিমিত্ত নিবেদন করিয়াছিলেন তাহাতে অনেক ব্যক্তি তৎকৰ্ম্মা কাজক্ষয় উপস্থিত হন কিন্তু কালেজের দুই জন ছাত্ৰ তংকৰ্ম্মে মনোনীত হইয়া এইক্ষণে কলিকাতাহইতে মুরশিদাবাদে গমন করিয়াছেন । ( ১৩ ফেব্রুয়ারি ১৮৩৬ । ২ ফাল্গুন ১২৪২ ) মুরশিদাবাদে নিজামতের কলেজের বিবরণ —মুরশিদাবাদে গবর্ণমেণ্টকতৃক শ্ৰীযুত নিজামের মদরসা ১৮২৪ সালে স্থাপিত হয় তাহার অভিপ্রায় নিজামের বংশোরদের