পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పిడి মংবাদ গকে মোকালের কথা প্রকাশ আছে তিনি সংপ্রতি বহুবাজারের মলঙ্গাধামে এক চতুষ্পাঠী করিয়াছেন গত ৩১ শ্রাবণ মঙ্গলবার অধ্যাপনারম্ভ হইয়াছে তদুপলক্ষে এতন্নগরস্থ অনেক অধ্যাপক নিমন্ত্রণ করিয়াছিলেন এবং ঐ নিমন্ত্রিত পণ্ডিতদিগকে মুদ্রাদি দানে সম্মানাম্বিত করিয়াছেন ইহাতে তাহারা সন্তুষ্ট হইয়াছেন । আমরা শুনিলাম শ্ৰীযুত বাবু বিশ্বনাথ মতিলাল ঐ ভট্টাচার্য্যের চতুষ্পাঠী নিৰ্ম্মাণাদির তাবৎ ব্যয়ের আহুকুল্য করিয়াছেন এবং পরেও আবখ্যকমতে করিবেন কেননা কথিত আছে । বিনাশ্রয়ং ন জীবন্তি পণ্ডিতাবনিতালতাঃ —সং চং । ( २४ ८भ st-७७ । ०७ खाल्ले २२8७) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় সমীপেষু .প্রায় দুই মাসাতীত হইল এই কলিকাতা মহানগরে আসিয়া কতকগুলীন ধনি লোকের সাহায্যদ্বারা মোং হাতির বাগানে একখান চতুষ্পাঠী করিয়াছি তাহাতে চিরস্থায়ী হইতে না পারি এমত অভিপ্রায় অনেকৈ একত্র হইয়া নিত্য নূতন২ ব্যবস্থা জানিতে আইসেন। সংপ্রতি সামবাজার নিবাসি তিনজন ন্যায়শাস্বাধ্যায়ি যুবা আসিয়া জিজ্ঞাসা করিলেন যে আমারদিগের বিবাদ ভঞ্জন করিয়া দেউন । প্রথম ব্যক্তি কহিলেন যে সমাচার চন্দ্রিক পত্রে সৰ্ব্বোপরি স্থখোদিত যে এক কবিতা আছে তাহ বংশস্থবিলচ্ছন্দে প্রকাশিত ‘ অতএব তাহার সপ্তমাক্ষর কিরূপে গুরু হইতে পারে । দ্বিতীয় ব্যক্তি কহেন কবিতাকারকের কোন ভ্রম নাই । যেহেতুক জুষ শব্দ দীর্ঘ উকার যুক্ত নহে তৎপ্রমাণ পুণ্যোমহাব্ৰহ্মসমূহ জুষ্ট ইতি ভটে । তৃতীয় ব্যক্তি কহেন যদ্যপি ঐ কবিতাখোদকের ভ্রম হইয়াছিল তাহাতে তৎসম্পাদক কি নিমিত্ত এ অশুদ্ধা কবিতা ব্যবহার করিতেছেন । যাহা হউক আমি তাহারদিগের প্রতি ইহার উত্তর প্রদানে অক্ষম হইয়া মহাশয়ের নিকট তাবদরুত্তাস্ত লিখিলাম আপনি ইহার যথার্থ নীচে লিখিলে র্তাহারা অবগত হইতে পারিবেন কিমধিকমিতি তারিখ ২৫ বৈশাখ। কস্যচিৎ কুমারহটনিবাসি বিবাদ ভঞ্জনৈষিণঃ । স্ত্রীশিক্ষা ( ২৫ জুন ১৮৩১ । ১২ আষাঢ় ১২৩৮ ) বঙ্গদূতে অঙ্গনাগণের বঙ্গভাষা লিখন পঠনের প্রসঙ্গ হইয়াছে তৎসঙ্গতিমতে কিঞ্চিৎ লিখিতেছি সঙ্গতাসঙ্গত বিবেচক মহাশয়ের বিবেচনা করিবেন। এই আন্দোলন অনেক দিনপৰ্য্যস্ত হইতেছে কিন্তু ইহার ইষ্টানিষ্ট বিবেচনাব্যতিরেকে প্রবৃত্তি কি নিবৃত্তির উপদেশকরণ অনুপযুক্ত তৎপ্রযুক্ত অম্মদাদির যুক্তিযুক্ত যাহা তাহা লিখি ।