পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শিক্ষা ను স্ত্রীলোকের লেখাপড় করাওণের প্রয়োজন কি। যদি বল তাহারদের লিখনপঠন শিক্ষাবিনা কিতাবং জ্ঞান কি তাবৎ জ্ঞান জন্মিতে পারে না । উত্তর । সে প্রকৃত বটে কিন্তু এমনি কোন পুংবর্জিত দেশ বিশ্বনিৰ্ম্মাতা নিৰ্ম্মাণ করেন নাই যে যেখানে পাটেয়ারিগিরি ও মুহুরিগিরি ও নাজীর ও জমীদারী ও জমাদারী ও আমীর নারীবিনা সম্পন্ন না হওনের সম্ভাবনা হয় । এবং কেবল বাঙ্গলা কথ ফল বানান আস্ব অঙ্ক সিদ্ধি শিখিলেই ষে তাবৎ জ্ঞান অর্থাৎ পারমার্থিক ও নীতি ও পূৰ্ব্ব বৃত্তান্ত জ্ঞান অথবা অন্য২ লৌকিক জ্ঞান জন্মে এ উন্মত্তপ্রলাপ মাত্র। যেহেতুক বাঙ্গলা ভাষাতে এমন কোন গ্রন্থ নাই যে তাহাতে প্রাগুক্ত কোন জ্ঞানোদয় হয়। তবে বিদ্যাম্বন্দর ও রসমঞ্জর প্রভৃতি যে ভাষা গ্রন্থ আছে তাহ পাঠ করিয়া যে বিদ্যা বৃদ্ধি হয় স্ত্রীলোকের সে বিষ্ঠার অপ্রাচুর্ঘ্য প্রায় নাই বরং প্রার্থনা করা কৰ্ত্তব্য সে বিদ্যার লোপ হয় । যদি বল কৃত্তিবাসি রামায়ণ ও কাশীদাসি মহা ভারত প্রভৃতি পাচালি গ্রন্থ যে আছে অক্ষর পরিচয়ব্যতিরেকে সে সকলের অনুশীলন কি প্রকারে হইতে পারে । উত্তর সে যথার্থ কিন্তু রামায়ণ ও ভারতের মধ্যে যে সারাংশ আছে তাহা ভাষা করিয়া ভাষাতে প্রকাশ করিতে কদাচ পারেন নাই তবে গল্পমাত্র ষে বর্ণন করিয়াছেন তাহ উপন্যাসের মত এতদ্দেশে আবাল বৃদ্ধ বনিতা সকলেই জ্ঞাত আছেন । যদি বল ইউরোপীয় বিবি সাহেবের স্ব২ ভাষাতে লিখন পঠন করিয়া থাকেন এতদ্দেশীয় বিবি সাহেবেরদের তাদৃশ ব্যবহারকরণে কি দোষ । উত্তর সে সত্য বটে কিন্তু ইউরোপীয় ভাষায় নীতি ও ইতিহাস ও পারমার্থিক বিযয়সঙ্কলিত নানা পুস্তক আছে তৎপ্রযুক্ত তাহারদের উচিত হয় যে তদ্বিষয়ক পুস্তকাকুশীলনদ্বারা ইউরোপীয় নারীগণের বিদ্যাভ্যাস ও অবিদ্যা নাশ ও মনের উল্লাস হয়। এতদ্দেশীয় ভাষায় এমত কোন পুস্তক আছে যে তাহাতে এতদ্দেশীয় অবলার প্রবলা হইতে পারেন । তবে যদি নারীরদিগকে সংস্কৃত বিদ্যাভ্যাস করাণ যায় তবে এই প্রয়াস ফলবান হইতে পারে কিন্তু সে অতিদুর্ঘট যেহেতুক ব্যাকরণ ও কাব্যালঙ্কার ও সাংখ্য পাতঞ্জলাদি ষড় দর্শন যাহা প্রায় ইদানীন্তন পুরুষের অসাধ্য তাহ যে স্ত্রীর বাধ্য হইবেক ইহা বোধ্য হয় না । ইহার প্রমাণ অন্যত্র অন্বেষণকরার আবশ্যকতা নাই পত্রপ্রচারক মহাশয়েরাই ইহার প্রমাণ যেহেতুক তৎপত্র প্রচার করিয়া থাকেন কিন্তু কোথাও ষত্বণত্বের তত্ত্ব করেন না । অতএব সংস্কৃত বিদ্যাভ্যাসে বিষ্ঠাবতী হইয়া কামিনীরা যে কামনা পূরণ করিবেন এ দুরাশমাত্র । - অপর মিসিনরি সাহেবের প্রায় বিংশতি বৎসরাবধি বাজারে২ বালিকা পাঠশালা করিয়া বহুবিধ বিত্ত ব্যয় ও ব্যসনপূৰ্ব্বক বাগদী ব্যাধ ব্যেদে বেশ্বা বৈরাগি বালিকারদের