পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆ চনংবাদ শত্রে সেনকালের কথা ( ৩১ মার্চ ১৮৩৮ । ১৯ চৈত্র ১২৪৪ ) অত্যুত্তম জ্ঞানী সৰ্ব্বসাধারণে স্বজ্ঞাত ও স্বখ্যাত সতত এতদ্দেশীয় জনসমূহের সভ্যতা ংপ্রাপ্ত্যর্থ সংচেষ্টত এবং আসিএটিক সোসাইটির সিক্রেটর ছিলেন যে অতিমান্য শ্ৰীলক্রযুক্ত ডাক্তর উইলসন সাহেব তাহার প্রতিমূৰ্ত্তি প্রতিবিম্বিত হইয়া আসিএটিক সোসাইটিতে সংপ্রেষিত হইয়াছে কিন্তু আমারদিগের ক্ষোভের বিষয় এই যে যথার্থ স্বক্ষরুপে র্তাহার স্বরূপাবয়ব সংপ্রকাশিত হয় নাই কিন্তু এতদ্দেশীয় অধ্যক্ষবর্গীয়াকুমত্যকুসারে শ্ৰীযুক্ত মেষ্টর বীচি সাহেব কতৃক যে ঐ স্থধীর স্ববিখ্যাত মহাশয়ের যথার্থ স্বরূপ সমরূপ প্রতিবিম্বিত হইয়া হিন্দু কলেজে সংস্থাপিত আছে তদর্শনে আমারদিগের বোধ হয় যে সেই সুধীর স্বভব্য শাহেব সহ সাক্ষাৎ সংকথনাদি হইতেছে উক্ত স্থধীর সমূহের মানস সরোরুহ সুপ্রকাশ সূৰ্য্য সম ষে উক্ত সাহেব অপরিহার্য্য অনিবাৰ্য্য স্বীয় গুণ সমুহ সংঘোষণা সমূহ সংস্থাপন করিয়া * বিদ্যালয়ের অধ্যক্ষতা পরিত্যাগ পূর্বক বিলাত গমন করিয়াছেন তাহার প্রতিমূৰ্ত্তি সন্দর্শন । আমারদিগের অতিশয় আহলাদজনক এবং শ্ৰীযুত মেষ্টর চেলটু Chantry ]দ্বারা যে সকল অতি চমৎকৃত প্রতিমূৰ্ত্তি ক্ষোদিত হইয়াছে তাহা অতি গৌরব করণাৰ্ছ বটে কিন্তু উক্ত সাহেবের প্রতিমূৰ্ত্তি অতি চমৎকৃত হইয়াও তদপেক্ষা হেয় বোধ হইতেছে আর তিনি যে সকল বিদ্যালয়ের প্রতিমূৰ্ত্তি প্রতিবিম্বিত করিয়াছেন তাহাতে কবিতাকারক যন্দ্রপ বলিয়াছেন আমরাও তদ্রুপ বলি যথা । বিচিত্র চিত্রিতরূপ স্থওষ্ঠবদন । দৃশুমাত্র হয় নয় যথার্থ কথন । শিল্পকারি গুণ গণে এই জ্ঞান হয়। সাক্ষাতেতে এই মুখে যেন কথা কয় –জ্ঞানান্বেষণ । পুস্তকালয় ( ৫ সেপ্টেম্বর ১৮৩৫ । ২১ ভাদ্র ১২৪২ ) কলিকাতার পুস্তকালয় –গত সোমবার পূর্বাহ্নে টেনহালে বহুতর ব্যক্তির এক বৈঠক হয় তাহার অভিপ্রায় এই যে কলিকাতা নগরে সর্বসাধারণ লোকের উপকারার্থ সাধারণ এক পুস্তকালয় সংস্থাপনের স্বনিয়মবিষয়ক বিবেচনা হয়। ঐ সমাজে প্রযুত সর জন গ্রান্ট সাহেব অধিপতি ছিলেন। পরে ২৪ ব্যক্তি লইয়া এক কমিটি স্থির হইল র্তাহারা ঐ পুস্তকালয়ের নিয়মসকল নিৰ্দ্ধাৰ্য্য করিয়া টেনহালে সাধারণ বৈঠকে তাহ জ্ঞাপন করেন। কলিকাতা নগরে নানাবিধ পুস্তক সংগ্রহপূর্বক অতিশীঘ্রই এক পুস্তকালয় স্থাপিত হইবে এবং তদ্বারা যে এতদ্দেশে সাধারণ বিদ্যার বৃদ্ধি হইবে তাহাতে সন্দেহ নাই । ( ১২ সেপ্টেম্বর ১৮৩৫ । ২৮ ভাদ্র ১২৪২ ) সাধারণ পুস্তকালয় –কলিকাতার যে সাধারণ নূতন পুস্তকালয় স্থাপন করিতে স্থির হইয়াছে তদ্বিষয়ক ব্যাপারের অতিপোষকতা হইতেছে। এক শত জন সাহেব ঐ পুস্তকালয়ে