পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

zDBDKBB BBBBB BeeCC اه مواج দিদৃক্ষ ব্যক্তিরদের মধ্যে জীযুত সর এড বার্ড রৈয়ন সাহেব এবং অন্যান্য মান্ত বিবি ও সাহেবেরা ছিলেন তদুষ্টে র্তাহারা পরমাপ্যায়িত হইলেন । অপর হরকরা পত্রে লেখে শ্রত হওয়া গেল যে ইহাহইতেও এক বৃহন্নাট্যশালা প্রস্তুত হইবে এবং এতৎকৰ্ম্ম সম্পাদনার্থ যাহারা নিযুক্ত হইয়াছেন তাহারা ভারতবর্ষমধ্যে প্রকৃত নাটক পুনঃ স্থাপনার্থ যথাসাধ্য উদ্যোগ করিতে নিশ্চয় করিয়াছেন । মহামহিম শ্ৰীযুত চন্দ্রিক প্রকাশক মহাশয়েষ্ণু —.গত ১৪ পৌষ বুধবার [ ২৮ ডিসেম্বর ১৮৩১ ] রজনী যোগে শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুরের বাগানে হিন্দু থিয়েটরি একৃট অর্থাৎ হিন্দু মৃত্যাগারের কৰ্ম্ম সম্পন্ন হইয়াছে আমি চক্ষে দেখি নাই আমার জনেক আত্মীয় ঐ রামযাত্রা দর্শনে নিমন্ত্রিত হইয়া গিয়াছিলেন তদ্বারা অবগত হইলাম...রামলীলা নাটকের মত যাহ২ ইঙ্গরেজী ভাষায় তরজমা হইয়াছে হিন্দু বালকের তরজমা ভাষাভ্যাস* করিয়া সেই সকল বাক্য উচ্চারণ পূর্বক রাম লক্ষ্মণ সীতাইত্যাদি সং সাজিয়া যাত্রা করিয়াছেন তাহাতে কে কোন সং সাজিয়াছিলেন তাহার বিশেষ জ্ঞাত হইতে পারিলে আগামিতে লিখিব ।.এদেশে পূৰ্ব্বকালে রাজার নানাপ্রকার যাত্রা দর্শন করিতেন তৎপ্রমাণ নাটক গ্রন্থসকল বর্তমান আছে এক্ষণে কেবল কালীয়দমন, রামযাত্রা চওঁীযাত্রা যাহা রাঢ়দেশীয় ক্ষুদ্রলোকের সস্তানেরা করিয়া থাকে তাহাতেই দেখা যায় এক্ষণে ভদ্রলোকের সস্তানের ঐ ব্যবসায় আরম্ভ করিলেন ইহা অবশুই উত্তমরূপে হইতে পারিবেক । অধিকন্তু মুখের বিষয় ইহঁার ধনিলোকের সস্তান ইহঁারদিগকে প্রতিপদে পেল। দিতে হইবেক না কালিদমুনের ছোড়াগুলা সৰ্ব্বদাই টাকা পয়সা চাহে তাহারা পয়সা বা সিকি আছলি না পাইলে দর্শকদিগের নিকট আসিয়া অনেক রকম রঙ্গ ভঙ্গ করে সম্মুখ হইতে যায় না স্থতরাং তাহাতে মনে সস্তোষ জন্মুক বা না হউক কিঞ্চিৎ দিতেই হয় এ রকম যাত্রায় সে আপদ নাই । ইহার নিজ অর্থ ব্যয় করিয়া নানাপ্রকার বেশ ভূষণ প্রস্তুত করিয়াছেন এবং এক জন ইঙ্গরেজ শিক্ষক রাখিয়া ঐ বিদ্যাভ্যাস করিয়াছেন আমারদিগের দেশীয় অধিকারী ও বেশকারী বেটার চিরদিন এক রকম বেশ করিয়া দেয় কেবলsথরকাটা প্রেমচাঁদ কতকগুলিন ' বাইঅান বেশের স্বাক্ট করিয়াছে মাত্র ইঙ্গরেজাধিকারী তাহাহইতে সহস্ৰগুণে শ্রেষ্ঠ তাহাতে সন্দেহ কি তাহারা যে২ সং সাজাইয়া দিবেন তাহা অবিকল হইবেক ইহা বিশ্বাসযোগ্য কথা।.১৫ পৌষ । কস্যচিৎ পাঠকস্ত । `, ( ১৪ জানুয়ারি ১৮৩২ । ২ মাঘ ১২৩৮ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় বরাবরেষু। অস্মদেশীয় নাট্যশালা স্থাপনবিষয়ক বাৰ্ত্তা শ্রবণে এবং যাত্রা কি পৰ্য্যস্ত প্রশংসা ও উৎসাহরূপে হইয়াছে তৎশ্রবণে নাট্যাসক্ত