পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లి\లిe সংবাদ পত্রে সেকালের কথা । আপনারা বিলক্ষণ উপার্জন করিয়াছেন কখন ২ তাহারাই ঐ জমীদারী আপনারদের নামে ক্রয় করেন । ( ১৪ ডিসেম্বর ১৮৩৩ । ১ পৌষ ১২৪০ ) মহামহিমবর শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় বরাবরেষু —আমরা কএক জন বঙ্গদেশীয় এক বিষয়ে অপমান ও আশ্চৰ্য্য জ্ঞান করিয়া আপনাকে জানাইতেছি যে হিন্দুস্থানে বাঙ্গালিদিগের প্রধান কৰ্ম্মাদি প্রাপণে তন্দেশস্থ লোকে কহে যে পূৰ্ব্বকার বোর্ডের সাহেবদিগের নিষেধ আছে এবং উক্ত কথাও সত্য বোধ হইতেছে কেননা সাহেবলোক প্রায় বাঙ্গালিদিগকে প্রধান কৰ্ম্ম দেন না র্যাহারদিগের দেওনে ইচ্ছাও আছে তিনিও সক্ষম হন না কারণ আপন২ এলাকার কমিশুনরসাহেব মঞ্জুর করেন না কিন্তু শতথ হিন্দুস্থানি লোক বাঙ্গলা ভাষায় ও অক্ষরে অনভিজ্ঞ থাকাতেওঁ অস্মদেশে নানাস্থানে প্রধান২ কৰ্ম্ম করিতেছেন বাঙ্গালিগণের কি দুর্ভাগ্য যখন ১৮৩১ সালের কানুন পঞ্চম জারী হয় তখন বোধ হইয়াছিল যে অনেক বাঙ্গালি সদরংসদূর হইবেক তাহাও হইল না এবং ইঙ্গরেজীতে পারগ যে বাঙ্গালি কোন সরকারী অফিসে কৰ্ম্ম খালি হইলে তচেষ্টা করিলে যদিস্তাং তৎসময়ে কোন অক্ষম ফিরিঙ্গি উপস্থিত হয় তবে ঐ খ্ৰীষ্টীয়ান ফিরিঙ্গিতে, কৰ্ম্ম পায় যাহা হউক রাজা ও ঈশ্বর প্রায় তুল্য এবং সৰ্ব্বজীবে সমভাব তবে হিন্দুস্থানে আমারদিগকে কি কারণে এমত অসহিষ্ণু অপমান করেন যদি বলেন যে গবর্ণমেণ্ট এমত হুকুম কদাচ দেন নাই তবে অকারণে আমারদিগের প্রতি এমত অন্যায় আচরণ কেন হয় যদ্যপি কহেন যে পূর্বকার বোর্ডের সাহেবের হুকুম দিয়া গিয়াছেন সেই হুকুমাচুসারে উচ্চপদস্থ সাহেবলোক বাঙ্গালিদিগকে প্রধান কৰ্ম্ম দেন না উত্তর উক্ত ঐ বোর্ডের সাহেবলোকের সমীপে যদি কোন বাঙ্গালি কুকৰ্ম্ম করিয়া থাকে কিম্ব তৎকালীন পারস্য ভাষাতে অপারগ জানিয়া অথবা অন্য কারণবশতঃ হুকুম দিয়া থাকেন এ হালতে এক ব্যক্তি কি তদধিক ব্যক্তিদিগের অপরাধে দেশের তাবৎ লোক দোষী হইতে পারে না ইহা হইলে কোন জাতীয় লোক ব্রিটিস গবর্ণমেণ্টের কৰ্ম্ম পাইতে পারেন না আপনি কৃপাবলোকনপূর্বক এ বিষয়ে কিঞ্চিৎ মনোযোগ করিয়া গবর্ণমেণ্টের অমুমত্যকুসারে সর্বসাধারণ গেজেটে অর্থাৎ গবর্ণমেণ্ট গেজেট ও ইণ্ডিয়া [ গেজেট ] হরকরা প্রভৃতি সম্বাদপত্রে ছাপাইয়া দেন যে হিন্দুস্থানে বাঙ্গালি কি অন্যান্ত জাতির কোন কৰ্ম্ম পাইতে নিষেধ নাই ইহা হইলে আমরা সৰ্ব্বতোভাবে আপনার নিকট পরমোপকৃত আছি ও হই এবং বাঙ্গালিগণ যে এ বিষয়ে আত্যস্তিক মান আছেন তাহাও আপনার দয়া প্রকাশে প্রফুল্ল হন নিবেদন ইতি সন ১২৪০ সাল তারিখ ২৫ অগ্রহায়ণ । ঐকমলাপ্রসাদ রায় । শ্ৰীহরিপ্রসাদ মুখোপাধ্যায়। শ্ৰীচন্দ্রকাস্ত চট্টোপাধ্যায়। শ্ৰীগোবিন্দচন্দ্র মুখোপাধ্যায়। মোং কলিকাতা ।