পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जभiखङ्गं HIV ১৫ গণ্ডার তরকারী দশ কড়া নূ্যন এক পণের মৎস্ত ষোল কড়ার শাক দেড়বুড়ির মোচা দশ কড়ার রম্ভ আট কড়ার চূণইত্যাদি হিসাব করিয়া কড়ি দেওয়া যাইত এইক্ষণে পয়সার বাহুলোতে কড়ি একেবারে অদৃশ্ব হইয়াছে যদ্যপিও বণিকেরা কিঞ্চিৎ কড়ি রাখিয়া থাকে তাহা প্রায় দেওয়া নেওয়া হয় না বাজারে দ্রব্যের মূল্য এক পয়সা আধ পয়সার নূ্যন কোন দ্রব্য পাওয়া যায় না এবং বিক্রয়কারিরদের কোন প্রব্যের মূল্য ইহার নূ্যন কহিলে তাহা গ্রাহ করে না যদ্যপি আধ পয়সা শাকের ভাগ স্থির হইল কিন্তু প্রয়োজন না থাকিলেও এক পয়সা দিয়া দুই ভাগ লইতে হয় অপর ষদি আট কড়া দশ কড়ার কোন দ্রব্য লইতে হয় তথাপি একটা পয়সা তজ্জন্ত বাজারে প্রেরণ করিতে হয় অধিক কি লিখিব এক কড়ার ভিক্ষীরির এক পয়সা চাহে স্থতরাং কড়ি না থাকিলে কাযে২ পয়সা দিতে হয় অথবা তাহাকে রিক্ত হস্তে বিদায় করিতে হয় অতএব এই ক্ষণে প্রার্থনা মিণ্ট কমিটীর অর্থাৎ টাক্সালের বিবেচক সাহেবের বিবেচনা পুরঃসর ইহার বিহিত করিলে ভাল হয় অামারদিগের মতে পয়সার রেঞ্জকা অর্থাৎ এমত কোন ধাতু দস্ত বা সীসাইত্যাদির আধ পাই সিকি পাই প্রস্তুত করিয়া চলন করেন তাহা হইলে লোকের মহোপকার হইবেক এ বিষয় শুণিতে অতিসামান্য বটে কিন্তু দুঃখিলোকের পক্ষে সামান্ত নহে ইহা বিশেষ অনুসন্ধান করিলে ব্যক্তিরদের ক্লেশ জ্ঞাত হইতে পারিবেন । সং চং ( ৭ আগষ্ট ১৮৩৩ । ২৪ শ্রাবণ ১২৪০ ) এতদ্দেশীয় মুদ্রা –কলিকাতার টাকার উপরে...হামিয়েদিনে মহম্মদ অর্থাৎ মহম্মদের ধৰ্ম্মপোষক এই কথা মুদ্রিত থাকে । অতএব ইহার কএক শত বৎসর পরে এই টাকা দেখিয়া লোকের সন্দেহ হইতে পারে যে ভারতবর্ষের মধ্যে যে ইঙ্গলওঁীয়ের রাজত্ব করিয়াছিলেন র্তাহারা মুসলমান কি খ্ৰীষ্টীয়ান ছিলেন। বোম্বাইর নূতন টাকার উপরে যে কথা মুদ্রাঙ্কিত আছে তাহার অর্থ এই যে এই রাজমুদ্রা সৌরাষ্ট্র দেশে ১২১০ সালে জয়শীল শা আলম বাদশাহের শুভ সিংহাসন প্রাপ্তির ৪৬ বৎসরে প্রস্তুত হয় কিন্তু সকলেই অবগত আছেন যে ঐ মুদ্রা বোম্বাইতে প্রস্তুত হইয়া থাকে । এবং জয়শীল বাদশাহ জীবদ্দশায় কয়েদ থাকিয়া বহুদিন লোকাস্তরগত হইয়াছেন। অতএব ইঙ্গলওঁীয়েরা আপনারদের মুদ্রার উপরি এতদ্রুপ কথা মুদ্রাঙ্কিত করেন এ অত্যাশ্চৰ্য্য বোধ হয় যেহেতুক ইঙ্গলতীয়ের নিয়ত সত্যবাদিত্বরূপে আপনারদিগকে জ্ঞান করেন এবং তাহ অপ্রকৃতও নহে।—বোম্বাই দর্পণ ( ২১ সেপ্টেম্বর ১৮৩৩ । ৬ আশ্বিন ১২৪০ ) পয়সা –১৭ তারিখের হরকরা পত্রের এক জন পত্র প্রেরক বঙ্গদেশে চলিত নানাপ্রকার পয়সাবিষয়ক বৃত্তান্ত লেখেন তাহ পাঠক মহাশয়েরদের মনোরঞ্জক বোধে প্রকাশ করা গেল। সৰ্ব্বস্থদ্ধ নয় প্রকার পয়সা চলিতেছে। প্রথমপ্রকার । পুরাণ সিঙ্কা পাই পয়সা তাহ