পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8R o BBD KJJ SBBB BB LL সংসারের স্থখভোগ করিয়াছেন শেষ ইহার কনিষ্ঠ বাবুর বিলক্ষণ উপযুক্ত হইলে প্রায় সকলেই আপন২ বিষয় বিভাগ করিয়া লইয়াছেন তাহাতেও চন্দ্রকুমার বাবুর সহিত কাহার বিবাদ বা বিসস্বাদদি হয় নাই এজন্ত তিনি এতন্নগরমধ্যে যশস্বী হইয়াছিলেন । অপর কনিষ্ঠ ভ্রাতা সকলি প্রায় এক্ষণে আপন২ মতে ধৰ্ম্মকৰ্ম্মাদি করিতেছেন বিশেষতঃ সৰ্ব্ব কনিষ্ঠ শ্ৰীযুত বাবু প্রসন্নকুমার ঠাকুর যিনি এক্ষণে রিফারমররূপে খ্যাত এবং দৈবকৰ্ম্ম পিতৃকৰ্ম্মকে স্থপরষ্টেসিয়ন অর্থাৎ ভ্ৰমাত্মক বুদ্ধির কৰ্ম্ম কহিয়া থাকেন তিনিও চন্দ্রকুমার বাবুর মতের অন্যথা করিতে পারেন নাই শ্ৰীশ্ৰী দুর্গোৎসবাদি দৈবকৰ্ম্ম করিয়াছেন এবং পিতৃমাতৃ শ্ৰাদ্ধ তৰ্পণাদি করিয়া থাকেন বিশেষতঃ ঐ বাবুর মরণবধারণ হইলে অর্থাৎ ডাক্তর সাহেব যখন কহিলেন যে ইহঁার জীবনের আর প্রত্যাশা নাই তখন ঐ কনিষ্ঠ প্রসন্নকুমার বাবুপ্রভৃতি বিশেষোদ্যোগী হইয়া তাহাকে জ্ঞানপূর্বক শ্ৰীশ্ৰীস্বরধুনীতীরে লইয়া গিয়াছিলেন অনেক হোমরা চোমরা বাবু ভেয়ে দেখিতে আসিয়াছিলেন র্যাহারা গঙ্গাকে সামান্ত নদী জ্ঞান করেন তাহারদিগের কাহার সাধ্য হইল না যে চন্দ্রকুমার বাবুকে কেহ কহেন যে গঙ্গাযাত্রা করিবার আবশ্যক কি পরে পতিতপাবনীর তীরে দুই দিবস বাস করণানন্তর যথাবিধি অর্থাৎ জলস্থলে শরীর স্থাপনপূর্বক অন্তর্জলে সহোদর সকলে তারকব্ৰহ্ম নামোচ্চারণ করিতে লাগিলেন বাবুও অপূৰ্ব্বজ্ঞানপূর্বক স্বীয়েষ্টদেবতা স্মরণকরণ পুরঃসর স্বরপুর গমন করিয়াছেন। যদ্যপিও তাদৃশ মৃত্যুতে লোকের লোভই জন্মে থেদের বিষয় নহে তথাচ চন্দ্রকুমার বাবুর সৌজন্য স্মরণে অবশ্যই খেদ হয় ইতি । ( বাঙ্গলা সমাচার পত্রের মৰ্ম্ম ) t ( ৯ মার্চ ১৮৩৩ । ২৭ ফণজ্বন ১২৩৯ ) ( পত্রপ্রেরক হইতে । ) আমরা অতিখেদপূর্বক প্রকাশ করিতেছি যে পাতরিয়াঘাটানিবাসী ঈশ্বর গোপীমোহন ঠাকুরের বৈমাত্রেয় ভ্রাতা বাবু লাডলীমোহন ঠাকুরের উদরী রোগে প্রাণবিয়োগ হইয়াছে যদিও ঘণ্টায়২ তাহার মৃত্যু নিতান্ত সম্ভাবিত ছিল তথাপি ঐ রোগকুল হইয়৷ শ্ৰীযুত ডাক্তর গ্রেহেম সাহেব ও শ্ৰীযুত ডাক্তর ব্রাউন সাহেবের যথোচিত চিকিৎসার দ্বারা কিছু কাল সজীব থাকিয়া ৪৯ বৎসর বয়ঃক্রমে গত রবিবার রাত্রি দুই প্রহর তিন ঘণ্টা সময়ে পঞ্চত পাইয়াছেন ঐ দিবস সন্ধ্যাকালে তাহার পরিবারের গঙ্গাতীরে লইয়া পৌত্তলিক ব্যবহারানুসারে উত্তমরূপে গঙ্গা দিয়াছেন ঐ বাবু যে প্রথমতঃ হিন্দু কলেজের যথেষ্ট সাহায্য করিয়াছেন আমরা হিন্দু কলেজে শিক্ষিত হইয়াও যদ্যপি ইহা প্রকাশ না করি তবে আমারদের অকৃতজ্ঞতা স্বীকার হয় এবং এইপ্রকার তিনি অন্যান্য অনেক বিদ্যালয়েরও সাহায্য করিয়াছেন অতএব আমরা প্রার্থনা করি যে সকল ধনি মহাশয়ের মৃত্যুর পরে চিরস্মরণীয় থাকিতে প্রার্থনা রাখেন তাহারাও এই সকল কৰ্ম্মম্বারা তাহার দৃষ্টান্ত স্থল হউন কিন্তু প্রার্থনা করি যে সংলোকেরা, বহুকাল জীবদ্দশায় থাকেন যেহেতুক তাহারদিগের সততাতে দুঃখি দরিদ্র লোকের মহান উপকার সম্ভব –জ্ঞানান্বেষণ । -