পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

898. 事曹8ーエ ●ー喜 ●エ ●総輝 করণশিয়ে সদর দেওয়ানী ইত্যাদির বিচারকারদিগের মহুমতিতে এক লক্ষ একত্রিশ হাজার টাকার জামীন দিয়া আছি মোকরর হইয়া সনন্দ প্রাপ্ত হইয়াছেন ।...কস্যচিৎ ঐউমেশচন্দ্র বসোঃ । ( ২৫ আগষ্ট ১৮৩২ । ১১ ভাদ্র ১২৩৯ ) e হলিরাম ঢেকিয়াল ফুকন ।--আমরা শোকাকুল হইয়া প্রকাশ করিতেছি পাঠকবর্গ বিশেষাবগত আছেন তাসাম গুয়াহাটিনিবাসি হলিরাম ঢেকিয়াল ফুকন অতিপ্রধান বিখ্যাত লোক তিনি গত ১১ শ্রাবণ কোন রোগোপলক্ষে পরলোকগমন করিয়াছেন । র্তাহার লোকান্তরগমন সম্বাদে আমরা নিতান্ত দুঃখিত হইয়াছি যেহেতুক তাহার বয়ঃক্রম অনুমান ৩৫।৩৬ বৎসরের অধিক নহে স্বপুরুষ শিষ্টশাস্ত শরলান্তঃকরণ শাস্ত্রজ্ঞ ধাৰ্ম্মিক দেব পিতৃকৰ্ম্মে বিশেষ শ্রদ্ধাম্বিত সৰ্ব্বত্র সম্মানাস্থিত বিশেষতঃ প্রধান রাজকৰ্ম্ম করিয়াছেন ইদানীং আসিষ্টাণ্টমাজিস্ত্রেট হইয়াছিলেন এবং ধনী লোকোপকারী লোকহিতার্থে সৰ্ব্বদা রত থাকিতেন তদ্বিশেষ তদেশীয় লোকসকল জ্ঞাত আছেন এবং তাহার ক্ষমতা ও বিজ্ঞতাদির সহিত যে যে কীৰ্ত্তি করিয়াছেন তন্মধ্যে এতদ্দেশে যাহা প্রকাশ আছে তৎস্মরণে ও লোকোপকারিত গুণ বিবেচনা হইতে পারিবে । আদৌ ঐ ফুকন মহাশয় এতদ্দেশের বিশেষতঃ তদেশের উপকারার্থ বাণিজ্যাদি নানা বিষয়ের উপদেশস্বরূপ বিবিধ সম্বাদ লিখিয়া সমাচারপত্রে প্রচার করিয়াছিলেন তত্তং সমাচার রাজা প্রজার গোচরহওয়াতে অনেক উপকার হইয়াছে । পরন্তু আসাম বুরঞ্জি পুস্তকপ্রকাশে তাহার বিশেষ গুণ ব্যক্ত হয় ঐ পুস্তকমধ্যে তদেশের রাজাবলী ধৰ্ম্ম কৰ্ম্ম উপাসনা রাজ্যশাসন রীতি ব্যবহার চরিত্র লোকের ক্ষমতা বিদ্যা এবং নদ নদী পৰ্ব্বতাদির বিশেষ লিথিয়াছেন এবং বাণিজ্যব্যাপারেরও কি রীতি এবং শস্যাদির উৎপত্তিবিষয়ক বহুতর বিষয়ে গ্রন্থ চারি খণ্ড পরিপূর্ণ করিয়া প্রকাশ করেন তাহাতে আপন পরিশ্রম ও অর্থ ব্যয় অনেক করিয়াছেন কেন না ঐ গ্রন্থ তাবৎ আপনি রচনা করিয়া নিজার্থব্যয়দ্বারা মুদ্রিত করিয়া বিতরণ করেন ইত্যাদি । অপর ধাৰ্ম্মিকতাবিষয়ে অর্থাৎ দেব পিতৃকৰ্ম্মে কিপ্রকার শ্রদ্ধা ছিল তাহাও কিঞ্চিৎ লিপি । দুই বৎসর গত হইল আপন বিষয়কৰ্ম্ম তাবৎ রহিত করিয়া কাপ্তাদি তীর্থে গমন করিয়া নানা ধামে কায়িক কষ্ট স্বীকারপূৰ্ব্বক বহুধন ব্যয় করিয়া অনেক কৰ্ম্ম করিয়াছেন তাহা তদেশীয় ও তত্রস্থ লোক অনেকে জ্ঞাত আছে । অপর কামাখ্যাযাত্বাপদ্ধতি এক গ্রন্থ নানা পুরাণ ও তন্ত্রাদি শাস্ত্রহইতে সংগ্ৰহ করিয়াছেন তাহাও মুদ্রিত করিয়া বিনামূল্যে তাবল্লোককে দেওনের অভিলাষ ছিল ঐ গ্রন্থের প্রায় তৃতীয়াংশ মুদ্রিত হইয়াছে ইত্যাদি সমূহ গুণান্বিত ব্যক্তির মৃত্যুশ্রবণে অনেকের মনে দুঃখ হইবেক । সং চং দর্পণসম্পাদকের উক্তি।...চঞ্জিকাসম্পাদক মহাশয়কে মৃত উক্ত মহাশয়ের অন্য এক