পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

848 BBB KBB BBBD DYsLL করেন যে আমি তালুক ও বাগান তাহারদিগের নিকট বেনামী করিয়াছিলাম আমার তালুক ফিরে দিয়াছেন বাগান দেন না তাহাতেও দেব বাবুরা জওয়াব দাখিল করেন যে আমরা খরিদ করিয়াছি এ জওয়াব মিথ্যা দাখিল করিয়াছেন বলিয়া হরলাল ঠাকুর গ্রাগুঙ্গুরিরদিগের নিকট দুই বাবুর নামে দুই বিল অর্থাৎ অভিযোগ উপস্থিত করেন জুরিরা ফৈরানীর পক্ষীয় সাক্ষ্য হইয়া বিল ফোঁও অর্থাৎ নালিশ গ্রাহ করেন তৎপরে দেব বাবুদিগের নামে গত সেসিয়ানে ইণ্ডাইট হয় সে সময় আশুতোষ বাবু পুত্রের বিবাহ জন্য অত্যন্ত ব্যস্ত ছিলেন একারণ তৎ কালে মোকদ্দমার বিচার রহিতহওনের প্রার্থনা করিয়াছিলেন। গত ১৮ আপ্রিল সোমবার ঐ মোকদ্দমার বিচারারম্ভ হয়-এমোকদম পিট জুরির দ্বারা তজবীজ না হইয়া স্পেসিয়ল অর্থাৎ বিশেষ জুরির দ্বারা বিচার হইয়াছিল ফৈরাদীর পক্ষে কৌন্সেলী শ্ৰীযুত আডবোকেট জেনরল পিয়সন সাহেব ও শ্ৰীযুত প্রিন্সেপ সাহেব নিযুক্ত ছিলেন আসামী দেব বাবুরদিগের পক্ষে শ্ৰীযুত টর্টন সাহেব ও শ্ৰীযুত ক্লার্ক সাহেব ও শ্ৰীযুত লিথ সাহেব ছিলেন প্রথমতঃ শ্ৰীযুত প্রিন্সেপ সাহেব মোকদ্দমার ব্যাখ্যা আরম্ভ করেন তৎপরে আডবোকেট জেনরল প্রায় দুই ঘণ্টা বক্তৃতা করিলেন তাহাতে মিথ্যা শপথের বিষয়ে যে অভিযোগ হয় তাহাই প্রতিপন্ন করেন তৎপরে ফৈরাদীর সাক্ষরদিগের জোবানবন্দী আরম্ভ হয় ক্রমে তিন দিন এক পক্ষীয় । সাক্ষ্যই লওয়া যায় বুধবারপর্য্যস্ত ঐ মোকদ্দমার বিচার হয় জুরির সাহেবের হরলাল ঠাকুর স্বয়ং ষে জোবানবন্দী দেন এবং তাহার মানিত শ্ৰীযুত বাবু দ্বারকানাথ ঠাকুর ও শ্ৰীযুত বাৰু প্রসন্নকুমার ঠাকুর ও শ্ৰীযুত বাৰু হরচন্দ্র ঠাকুরপ্রভৃতির জোবানবন্দী দ্বারা বিষয় বিশেষ অবগত হইয়া কহিলেন আসামীদিগের পক্ষের সাক্ষ্য লওনের আবশ্যক করে না আমরা বিবেচনা করিলাম বাবু আশুতোষ দেব নাটগিলট এণ্ড একুইট অর্থাৎ নির্দোষী হইয়া পরিষ্কৃত হইলেন । তৎপরে ফৈরাদীর পক্ষীয় আডবোকেট জেনরল সাহেবের প্রার্থনামতে শ্ৰীযুত বাবু প্রমথনাথ দেবের নামে যে নালিশ হয় তাহার বিচার ঐ দিবস স্থগিত থাকে পর দিন অন্ত জুরির দ্বারা বিচার হইল তাহাতেও প্রমথনাথ বাবু ঐ প্রকার নির্দোষী হন। —চন্দ্রিক । ( ২৮ মে ১৮৩৬ । ১৬ জ্যৈষ্ঠ ১২৪৩ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয় বরাবরেষু —.জিলা যশোহরনিবাসি ৮ মহারাজা শ্ৰীকণ্ঠ রায় মহাশয় স্বীয় জমাদারীর কিয়দংশ মলুই পরগনানামক এক পরগনা কলিকাতার বাগবাজারনিবালি ৮ দুর্গাচরণ মুখোপাধ্যায় মহাশয়ের নিকট বন্ধক রাখিয়া কৰ্জ লইয়াছিলেন । তাহাতে মুখোপাধ্যায় মহাশয় টাকা পরিশোধের নিয়মাতীত না হইতেই ঐ পরগনা কলিকাতার সরিফের দ্বারা বিক্রয় করিয়া বিনামীতে ঐ বিষয় ক্রয় করিয়াছিলেন। এমতে ঐ মহারাজা মহাশয় অতিপুণ্যবান এবং দেবদ্বিজানুগত হেতুক ব্রাহ্মণেপর ধৰ্ম্ম ভাবিয়া হাকিম সংক্রান্তে হস্তক্ষেপ না করিয়া কিয়দিবস পরেই বৈকুণ্ঠে গমন করিলেন । পরে ঐ মহারাজার পৌত্র শ্ৰীযুত মহারাজা বরদাকণ্ঠ রায় মহাশয় স্বীয় পৈতৃক বিষয় প্রাপণাশয়ে স্কপ্রিম কোর্টের