পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8(ప్రి মংবাদপত্রে মেকালের কথা ( ১৮ জুন ১৮৩৬ । ৬ আষাঢ় ১২৪৩ ) স্বীয় দয়ালু স্বভাবপ্রযুক্ত যে বাবু রাজচন্দ্র দাস ইঙ্গরেজ বাঙ্গালির মধ্যে অতিক্ষুবিদিত ছিলেন তিনি ৮ তারিখে বেলা দশ ঘণ্টাসময়ে পক্ষঘাত রোগে আক্রমিত হইয়া ১৫ ঘণ্ট পরে পর দিবস পরলোক প্রাপ্ত হইয়াছেন ঐ বাবুর মরণে কেবল তাহার আত্মীয়বর্গের মহাশোক হইয়াছে এমত নহে তাহার মরণে সৰ্ব্বসাধারণের বিশেষতঃ এতদ্দেশীয় লোকের পক্ষেও নিতান্ত ক্ষতির বিষয় বটে বাবু রাজচন্দ্র দাস গঙ্গাতে দুইটা পাক ঘাট বন্ধন এবং এক রাস্তা ও রোগী লোকেরদের জীবনাবশেষ কালীন গঙ্গাতীরে বাসার্থ রাজ প্রাসাদতুল্য এক অট্টালিকা নিৰ্ম্মাণ করিয়াছেন এবং তিনি তত্ত ল্য দানশীল কোন আত্মীয় লোকের স্থানে ইহাও ব্যক্ত করিয়াছিলেন মনস্থ আছে আরো কোন মনোনীত স্মরণীয় চিহ্ন স্থাপন করিবেন র্তাহার আরো ইচ্ছা ছিল হিন্দুকালেজে কতক বিদ্যার্থির বেতন নিয়মিত করেন কিন্তু হায়২ এমত সময়ে কাল মৃত্যু আসিয়া তাহার সকল আশাই শেষ করিল মৃৎকালীন তাহাকৈ পক্ষাঘাত রোগে আক্রমণ করে তৎকালঅবধি জীবন শেষপৰ্য্যন্তই একেবারে বাকুরোধ হইয়াছিলেন –জ্ঞাং । ( ১৮ জুন ১৮৩৬ । ৬-আষাঢ় ১২৪৩ ) রাজা বাবুর মৃত্যু —রাজা বাবুর মৃত্যুবিষয়কবাৰ্ত্তা চন্দ্ৰিকাপত্রে অতিপ্রশংস্যরূপে লিখিত হইয়াছে। ঐ বাবু হেষ্টিংস সাহেবের অতি প্রসিদ্ধ দেওয়ান ৮ প্রাপ্ত গঙ্গাগোবিন্দ সিংহের প্রপৌত্র ঐ গঙ্গাগোবিন্দ সিংহ অত্যন্ত্র বৈতনিক হইয়াও সাহেবের আমুকুল্যে নানা উপায়ে ভারতবর্ষস্থ অতিধনাঢ্য ব্যক্তিরদের মধ্যে প্রধান হইলেন । পূৰ্ব্বোক্ত [ রাজচন্দ্র দাস ] ও শেষোক্ত উভয় বাবুই অনপত্যাবস্থায় ইহলোক ত্যাগ করিয়াছেন । ( ১৮ জুন ১৮৩৬ । ৬ আষাঢ় ১২৪৩ ) জিলা মুরশিদাবাদ পরগনে ফতেসিংহ জমুয়াকান্দীনিবাসি ৮ দেওয়ান গঙ্গাগোবিন্দ সিংহ মহাশয়ের প্রপৌত্র ৮ প্রাণকৃষ্ণ সিংহ বাবু দেওয়ান মহাশয়ের পৌত্র ৮ দেওয়ান কৃষ্ণচন্দ্র সিংহ লাল বাবুজী মহাশয়ের পুত্র মহারাজ রাজা বাবু শ্ৰীনারায়ণ সিংহ ২৭ বৎসর ৭ মাস ২৬ দিন বয়ঃক্রমে পারসী বাঙ্গালাদি বিদ্যাতে ও নানা শিল্পকৰ্ম্মে ও সংগীত শাস্ত্রাদিতে নিপুণ ভগবৎপরায়ণ সদাচার সর্বগুণাবলম্বী শিষ্টপ্রতিপালক জিতেন্দ্ৰিয় পৈতৃকধৰ্ম্ম স্থানেই দেশ বিদেশে শ্ৰীশ্ৰীy সেবা ও অতিথিসেবা পরিপাটীরূপে নিৰ্ব্বন্ধ রাখিয়া জমীদারী কৰ্ম্মে তৎপর হইয়া শ্ৰীশ্রীরাজলক্ষীর বিশেষ অনুকম্পান্বিত থাকিয়া ইদানীং কলিকাতার সন্নিকট কাশীপুর মোকামে অবস্থিতি করিয়া ১২৪২ সালের ভাদ্র মাসের শেযে কান্দী রাজধানী গমনাস্তে জরাদি রোগে পীড়িত হইয়া দিনেই ক্লিষ্ট হওয়ায় আপন মাতার নামে স্থবে হিন্দুস্থান ও স্থবে