পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৫৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

YBDBY eBB BBBBD Be LL ہوگا؛6 খ্যাত এক সংপ্রদায় ব্রাহ্মণ সেই স্থানে আছেন তাহারা নিয়ত হস্তে একটা২ চুপড়ি লইয়া প্রত্যেক যাত্রিরা নদী মধ্যে যে অস্থি নিক্ষেপ করে ঐ সকল অস্থি বালুক ও মৃত্তিকাসমেত চুপড়ির মধ্যে তুলিয়া লন পরে প্রত্যেক দ্রব্য আঙ্গুল দিয়া২ দেখেন তাহাতে ঐ সকল অস্থি মুক্তিক ও ভস্মের মধ্যে কখন২ কোন চাকচিক্যবিশিষ্ট ধাতবীয় দ্রব্যও লাভ হয় তাহা সুরক্ষণার্থ তৎক্ষণাৎ মুখে নিক্ষেপ করিয়া তিন চারি ঘণ্টা রাখেন এবং তৎসময়ে জলের মধ্যে কোন লড কাদি নিক্ষিপ্ত হইলে তাহাও তুলিয়া লইয়া একেবারে গিলিয়া ফেলেন । পূৰ্ব্ব২ বৎসরের কুম্ভমেলাতে গোস্বামি ও উদাসীনেরদের যুদ্ধে এবং লোকের চাপাচাপিতে যেমন লোক মারা পড়ে এবৎসরে তেমন নয় । ইহাতে গবৰ্ণমেণ্টের অত্যন্ত প্রশংসা হইয়াছে যেহেতুক শ্ৰীলশ্ৰযুক্ত লার্ড উলিয়ম বেন্টাঙ্ক সাহেব সেই স্থানের ঘাট অতিপ্রশস্ত করিয়া একটা পাকা রাস্ত করিয়া দেন এবং শ্ৰীযুত মাজিস্ত্রেট সাহেব অতিস্থবিবেচনাপূর্বক শাত্রবাচারি ঐ গোস্বামিপ্রভৃতির অস্ত্রশস্ত্ৰসকল কাড়িয়া লইলেন এবং তাহারদের দল রাস্তার মধ্যে ক্লিম্ব ঘাটে না মিশিতে পারে এমত অনেক উদ্যোগ করিয়াছিলেন । এই বৎসরে চুরীও অনেক হয় নাই । অকুমান হয় সাত স্থানে অগ্নি লাগে । ঐ অগ্নি-যাত্রিকের খড়ুয়া ঘরসকলে ও ব্যবসায়িরদের দোকান ঘরে লাগিল এবং তিন দিবসপৰ্য্যন্তও নিৰ্ব্বাণ হইল না । কথিত আছে যে তৎসময়ে ১২৫০ ০০ টাকার জিনিস দগ্ধ হয় . পূৰ্ব্ব২ বৎসরের মত এ বৎসরে বাণিজ্যের কৰ্ম্ম হইল না অত্যন্ত্র অশ্ব ও শাল তথায় বিক্রয়ার্থ আসিয়াছিল । এবং পৰ্ব্বতীয় লবণ কিছুমাত্র দৃষ্ট হইল না যেহেতুক রণজিৎ সিংহ তথাহইতে রফতানী করিতে নিষেধ করিয়াছেন এবং যদি কেহ রফতানী করে তবে তাহার তাবৎ সম্পত্তি ক্রোক করিতে হুকুম করিয়াছেন নিৰ্ভাজ ও মিশ্রিত হিঙ্গু অতিশয় বাহুল্যরূপে তথায় আসিয়া কতক বারআনা করিয়া ও কতক ৫ টাকা করিয়া শের বিক্রয় হইল । ঐ স্থানে শালব মিসরির অধিক আমদানী হয় নাই কিন্তু কাবোল দেশহইতে অতিশুষ্ক ফল অনেক আসিয়াছিল সকলের অপেক্ষা ছিল যে যাত্রিকেরা সেই স্থানে কিছুকাল অবস্থিতি করিবে কিন্তু তাহার মেলা সমাপ্ত না হইতেই যে তথাহইতে চলিয়া যাইবে ইহা কেহ অনুভব না করিয়া প্রয়োজনাতিরিক্তরূপে তাবদ্ধ ব্য সামগ্রী বাজারে আনিয়াছিল তাহাতে স্বজি এবং অন্যান্য খাদ্য দ্রব্য যে অতিশয় স্থমূল্যে বিক্রয় হয় তৎপ্রযুক্ত কোন অনাটন হইল না এবং উপযুক্তমত টাকায় পয়সায়ও বিক্রয় হইল । অপর মেলাতে আগত নানা যাত্রিকেরা উচ্চৈঃস্বরে গবর্ণমেণ্টের প্রতি শত২ ধন্যবাদ করিয়া কহিতে লাগিল যে ধন্য তুের রাজ । তেরারাজ যুগ২ রহে । কেস চাইনক কুম্ভ করায় । কলিযুগমে সত্যযুগ বরতায় । পরে যাত্রিকেরা নূতন রাস্তা দিয়া যাইতেই দেখিতে লাগিল যে গবর্ণমেণ্ট চল্লিশ হাত উচ্চ এবং পোনের হাত প্রশস্ত ও তেত্রিশ শত হাত দীর্ঘ এমত এক পৰ্ব্বত সমভূমি করিয়াছেন এবং তাহারা অতিপ্রশস্ত পয়রি অর্থাৎ ঘাটের সোপানে নামিয়া ও মনুষ্যের চাপাচাপি কিম্বা লাঠি বা তলওয়ার বা আভরণহারিরদের বিষয়ে ভয় না করিয়া