পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বাক্ষর করিয়া অঙ্কপাতন করিয়াছেন তাহারদিগের নামসম্বলিত নীচে লিখিতেছি... । ইতি আশ্বিনস্ত ১৭ দিবসীয়া লিপিঃ ১২৪২ সাল । কস্তচিদর্পণপাঠকস্ত । তপসীল নাম অঙ্ক শ্ৰীযুত বাবু বামনদাস মুখোপাধ্যায় শ্ৰীযুত বাৰু নীলকমল পালচৌধুরী শ্ৰীযুত বাবু জয়চন্দ্র পালচৌধুরী শ্ৰীযুত বাবু উমেশচন্দ্র পালচৌধুরী শ্ৰীযুত বাবু জয়নারায়ণ পালচৌধুরী * Q - শ্ৰীযুত বাবু ঈশ্বরচন্দ্র নদী * * * - - - & c. শ্ৰীযুত বাবু রামমোহন দে চৌধুরী ... - - - & o শ্ৰীযুত বাবু ঈশ্বরচন্দ্র পালচৌধুরী মোক্তার * * * শ্ৰীযুত বাবু কালীকুমার বস্থ to - 4 * * * (& o শ্ৰীযুত বাবু কালীপ্রসন্ন মুখোপাধ্যায় * - - - - - * с о শ্ৰীযুত বাবু মথুরানাথ মুখোপাধ্যায় - - - - - - З о о শ্ৰীযুত বাবু নবকৃষ্ণ মুখোপাধ্যায় * - - 4 - - У о о 4. o o У a o “ о о У о о ( ৬ ফেব্রুয়ারি ১৮৩৬ । ২৫ মাঘ ১২৪২ ) শ্ৰীযুত দর্পণপ্রকাশক মহাশয়সমীপেষু —বিবিধ বিনয়পুরঃসর নিবেদনঞ্চাদে । এতন্নগরাস্তঃপাতি ত্রিবেণিনামক গ্রামে ভাগীরথীর ত্রিধারায় উত্তরায়ণে অবগাহনার্থ বিত্ত ব্যয়পুরঃসর দেশবিদেশীয় বহুতর মান্তবরেণ্য অগ্রগণ্য বিশিষ্ট শিষ্ট সৌষ্ঠবাপন্ন মহাশয়েরা বিবিধ ধান ও বাহনে ও নৌকারোহণে এবং অসংখ্যক দীন ক্ষীণ যোত্রহীন লোকেরা পাদব্রজীক হইয়া প্রতিবৎসরেই ঐ দিনে উক্ত স্থানে আগমনপূর্বক গঙ্গাস্নানকরত মহামহোৎসব করিয়া থাকেন। তাহাতে ঐ দিনে উক্ত স্থানে নুনাধিক বিংশতি সহস্ৰ লোক ও চারি পাচ শত নৌকা ও বজরা ও ভাউলে ও পালকী ইত্যাদির সমাগম হইয়া থাকে। কিন্তু সম্পাদক মহাশয় বর্তমান বৎসরের উত্তরায়ণে অত্যয় লোকের সমাগমহওন ও দীনদুঃখিপ্রভৃতির অশেষ ক্লেশপ্রাপণের কারণ বাহুল্য হইলেও তল্লিখনে নিতান্ত আবশ্বকতা বোধ করিয়া তদীয় স্থলার্থ কিঞ্চিন্নিবেদনে সমর্থ হইলাম। যুংকালে এতৎস্থলে ক্লেশনাশক সদ্বিবেচক শ্ৰীযুক্ত ডি সি স্মিথ সাহেব বাহাদুর বিচারপতি ছিলেন তৎকালে তৎকৃপাবলোকনে ও জমীদারবর্গের ব্যয়ব্যসনে এই জিলাস্থ সমস্ত সেতু ও রাস্ত ঘাট ইত্যাদি পরিপাটারূপে নিৰ্ম্মিত হইয়া সেই শোভায় বহুদিবসাবধি স্থশোভিত ছিল। বিশেষতঃ চুচূড়ানিবাসি জনহিতৈষি বিশিষ্ট শিষ্ট প্রযুত বাৰু প্রাণকৃষ্ণ হালদার মহাশয়ের ব্যয়সমূহে ও উক্ত শ্ৰীযুক্তের বিশেষ মনোযোগে ঐ গ্রামস্থ সরস্বতীনামক নদীতে এক সেতু নিৰ্ম্মাণহওয়াতে তদবধি নিরবধি দেশ বিদেশীয় যাত্ৰিসকল অবগাহনার্থ