পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vek. अपsखाध्न छात्य रञ्पकाएझनझ्त क२iा কেবল পাষণ্ড ভণ্ড, হিয়ের মাই কাইও ফ্রেও, ইংলগুে যাইব চল সবে । ব্ৰহ্মাণ্ডের গ্রামখণ্ড, সেই হয় উক্ত খণ্ড, ইহাভিন্ন নেদরলেগু, আইলগু ও এলণ্ড, হোলেও পোলেণ্ড গিয়া ষগু বুদ্ধি খণ্ডাইব তবে ॥ প্রথমে লগুনে যাব, রিফারমর কহাইব, টেবিলেতে খানা খাব, সিট টেীন আদি বেড়াইব । মনার্ক নিকটে রব, আদর টঙ্গে কথা কব, বাঙ্গালায় নাম পাব, বিধবার বিয়া দেওয়াইব । এইরূপ কহে কথা, হেনকালে আইল তথা, সঙ্গে দরবান ছাতা, পদদ্বয়ে বুটযুত, ভদ্রলোকের পুত্র একজন। একখানি গ্রন্থকরে, অতিপুলকিতাস্তরে, উপনীত সেই ঘরে, দেখি সবে সমাদরে, আস্তে ব্যস্তে উঠিয়া তখন ॥ গুড মারনিং শব্দাস্তরে: সকলে সেকেহেন করে, সমাদর পুরসরে, যত্ন করে বসিবারে, চৌকি আনি দিল । বাবুগণ যত্ব দেখি, বসিলেন হয়ে স্কথি, কিছুমাত্র নহেন দুঃখি, সকলের ' মুখামুখি, পরে নানা প্রসঙ্গ হইল। কতবা লিখিব তার, উক্ত ব্যক্তি সভাকার, পরে শুন চমৎকারঃ যে ব্যাপার কৈল সকলেতে । আর বা লিখিব কত, মন্ত মাংস আদি যত, আহরিয়া কতমত, সবে হয়ে স্থখান্বিত, নানামত লাগিল খাইতে ॥ ইংরাজ ফিরিঙ্গীসনে, বসি সবে একাসনে, টেবিলেতে হৃষ্টমনে, থাইল দেখি জনে২, ইথে মম হয় মনে, ঘোর কলির আগমনে, কলিকাতা এত দিনে গেলোও । তল্লক্ষণ দেখা যায়, সকলে কুকৰ্ম্মে ধায়, ধৰ্ম্ম পানে নাহি চায়, দিব্য বুন্টু দিয়া পায়, ইংরাজ সহিতে খায়, একথা কহিব কায়, হায়২ একাকার হলোও । কস্যচিৎ সহর হুগলির প্রতাপপূৰ্বনিবাসি অত্যাচারদর্শিনঃ ॥ ( ৮ আগষ্ট ১৮৩৫ । ২৪ শ্রাবণ ১২৪২ ) শ্ৰীযুত বদ্ধমানাধিপতি —আমরা পূৰ্ব্বে অন্যান্ত সম্বাদপত্রের দ্বারা অবগত ছিলাম যে শ্ৰীযুত বৰ্দ্ধমানাধিপতি মহাশয় ফিবর হাসপিটেল স্থাপনার্থ দশ সহস্র মুদ্রা প্রদান করিয়াছেন, এক্ষণে জ্ঞাত হইলাম, যে তিনি তদ্বিষয়ে সপ্তসহস্র মুদ্রার অধিক প্রদান করেন নাই । (৮ আগষ্ট ১৮৩৫ । ২৪ শ্রাবণ ১২৪২ ) জুরী ॥—দেওয়ানী মোকদ্দমা নিম্পাদনার্থে যে সকল জুরী নিযুক্ত হইয়াছেন, এবং হইবেন, আসামী ও ফরিয়াদি ও জজসাহেবের মতানুসারে সকল মোকৰ্দমা নিম্পত্তি করিতে ইহারদিগের ক্ষমতা থাকিবে। এবং সামান্ততঃ জুরীর কৰ্ম্মে ৪ জন নিযুক্ত থাকিবেন ইহারদিগের অধিকাংশই অর্থাৎ তিনজন যাহা স্থির করিবেন তাহাই গ্রাহ হইবেক, তাহারদিগের মধ্যে অগ্রগণ্য ব্যক্তি তাবৎ জুরীর নামেই ফয়সল দিবেন, এবং তাহারদিগের মধ্যে এক জন