পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৭৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংবাদ পত্রে মোকানের কথা سی۹ebه ৪ ডিসেম্বর ১৮৪১ তারিখে সংস্কৃত কলেজের অধ্যাপকবর্গও মিলিত হইয়া বিদ্যাসাগরকে দেবনাগর অক্ষরে লেখা একখানি প্রশংসাপত্ৰ দিয়াছিলেন । প্রশংসাপত্ৰখানি এইরূপ :– অন্মাভিঃ শ্ৰীঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরায় প্রশংসাপত্ৰং দীয়তে। অসে কলিকাতায়াং শ্ৰীযুত কোম্পানিসংস্থাপিতবিদ্যামন্দিরে ১২ দ্বাদশ বৎসরান ৫ পঞ্চ মাসাংশ্চোপস্থায়াধোলিখিত শাস্ত্রাণাধীতবান । ব্যাকরণম্ * * * শ্ৰীগঙ্গাধর শর্মভিঃ কাব্যশাস্ত্রম 3 * * শ্ৰীজয়গোপাল শৰ্ম্মভিঃ । অলঙ্কারশান্ত্রম • ক্রপ্রেমচন্দ্ৰ শৰ্ম্মভিঃ বেদান্তশাস্ত্রম ... শ্ৰীশম্ভুচন্দ্ৰ শৰ্ম্মভিঃ ন্যায়শাস্ত্রম --- শ্ৰীজয়নারায়ণ শৰ্ম্মভিঃ জ্যোতিঃশাস্ত্রম ... শ্ৰীযোগধ্যানশৰ্ম্মভিঃ # ধৰ্ম্মশাস্ত্রঞ্চ 隐 制 শ্ৰীশম্ভুচন্দ্ৰ শৰ্ম্মভিঃ সুশীলতয়োপস্থিতস্তৈতস্তৈতুষু শাস্ত্ৰেষু সমীচীনা ব্যুৎপত্তিরজনিষ্ট । ১৭৬৩ এতচ্ছকাব্দীয় সৌরমার্গশীর্ষস্য ৰিংশতিদিবসীয়ম্। Rassomoy Dutt, Secretary. 10 Decr. 1841. ইহাই সংক্ষেপে বিদ্যাসাগর মহাশয়ের ছাত্রজীবনের ইতিহাস । যিনি বাংলা ভাষাকে সৰ্ব্বপ্রথমে সরস করিয়া সাহিত্যের মর্য্যাদা দান করিয়াছিলেন, তাহার ভবিষ্যৎ কৰ্ম্মজীবনের উদ্যোগপৰ্ব্বের ইতিহাস ঐতিহাসিকের নিকট কম মূল্যবান হইবার কথা নয় । পৃ. ১১—মদনমোহন তর্কালঙ্কার নদীয় জেলার অন্তর্গত বিল্লগ্রাম নামক গ্রামে ১৮১৭ খ্ৰীষ্টাব্দে মদনমোহন তর্কালঙ্কারের জন্ম হয় । তিনি সংস্কৃত কলেজের প্রাক্তন ছাত্র ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সতীর্থ ! জয়গোপাল তর্কালঙ্কারের মৃত্যু হইলে, মদনমোহন র্তাহার স্থলে স্থায়ী ভাবে ৯ • বেতনে সাহিত্য-শ্রেণীর অধ্যাপক নিযুক্ত হন । র্তাহার নিয়োগকাল—২৭ জুন ১৮৪৬ । সংস্কৃত কলেজে নিযুক্ত হইবার পূৰ্ব্বে মদনমোহন যে-যে স্থলে চাকুরী করিয়াছিলেন, সংস্কৃত কলেজের নথিপত্রে তাহার এইরূপ উল্লেখ আছে – Previous Appointments Vernacular Teacher of the Pathsala attached to the Hindoo College for 2 months in 1842. Pundit of the College of Fort William from April 1848 to Decr. 1845. Pundit of the Kissenagar College from Jany. 1846 to June. -Annual Return...to 3 Jan. 1848.