পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৮১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૧૧8 সংবাদপত্রে সেকালের কথা পৃ. ৪৯১—রামমোহন-স্মৃতিসভায় রসিককৃষ্ণ মল্লিকের বক্তৃত৷ এই সভায় রসিককৃষ্ণ মল্লিক যে বক্তৃত করেন তাহ ১৮৩৪ সনের নবেম্বর মাসের এশিয়াটিক w for otta Asiatio Intelligence-Calcutta Rsitta sev-s» পৃষ্ঠায় মুদ্রিত হইয়াছে। পৃ. ৫৭৩–রাজারামের পরিচয় রাজারাম রামমোহন রায়ের পুত্র, পালিত পুত্র এইরূপ নানা পরিচয় আছে, কিন্তু কোনটির সপক্ষেই অকাট্য বা সাক্ষাৎ-প্রমাণ নাই। এই অবস্থায় নানা দিক হইতে টুকরা টুকরা তথ্য সংগ্ৰহ করিয়া ও পারিপার্থিক অবস্থা বিবেচনা করিয়া আমি একটি সিদ্ধান্তে উপনীত হইবার চেষ্টা করি। আমার এই চেষ্টা কয়েক বৎসর পূর্বে একটি প্রবন্ধের আকারে ‘প্রবাসী’ পত্রিকায় ( ১৩৩৬) প্রকাশিত হয় । উহার পর এই বিষয়টিকে লইয়া ক্রমাগত তর্ক চলিয়া আসিতেছে, কিন্তু চূড়ান্ত মীমাংসা হয় নাই। তবু বহু বৎসরের আলোচনার ফলে এ-সম্বন্ধে কিছু কিছু নূতন তথ্য ও নূতন যুক্তির অবতারণা হইয়াছে। সেজন্য প্রশ্নটি লইয়া নুতন করিয়া আলোচনা আবশুক । y রামমোহনের সহিত রাজারামের সম্পর্ক নির্ণয় করিতে হইলে সৰ্ব্বপ্রথমে এ-সম্বন্ধে কি তথ্য-প্রমাণ আছে তাহা দেখা আবশ্যক। পূর্বেই বলা হইয়াছে এ-বিষয়ে সাক্ষাৎ-প্রমাণ কিছুই নাই—অবশু থাকিবার কথাও নয়। সুতরাং ঐতিহাসিককে বাধ্য হইয়া গৌণ প্রমাণের উপর নির্ভর করিতে হইতেছে । এই সকল গৌণ প্রমাণকে চারি ভাগে ভাগ করা যাইতে পারে,—(১) রামমোহনের নিজের উক্তি ; (২) রামমোহনের জীবিতকালে অন্যের উক্তি ; (৩) রামমোহনের মৃত্যুর অব্যবহিত পরের উক্তি ; (৪) পরবর্তী কালের জনশ্রুতি বা উক্তি । রামমোহনের নিজের লিখিত সাতটি পত্রে রাজারামের .উল্লেখ আছে । ইহাদের চারিটি মিস্ কিডেলকে লিখিত, ছুইটি মিস ক্যাসেলকে লিখিত ও অপরটি ডবলিউ. জে. ফক্স নামে একজন পাস্ত্রীকে লিখিত । এই সকল চিঠিতে রামমোহন রাজারামকে "my son,” “my youngster,” & “my little youngster” of Tol of efootago #stown সকলগুলিকে এস্থলে উদ্ধৃত করা নিম্প্রয়োজন । তবে রাজারাম সম্বন্ধে রামমোহন কিরূপ মনোভাব পোষণ করিতেন তাহার দৃষ্টাস্ত হিসাবে দুইটি অংশ উদ্ধত হইতেছে। ১৮৩৩ সালের ৯ই জুলাই তারিখে তিনি মিস্ কিডেলকে লিখিতেছেন, I had yesterday the pleasure of receiving your letter of the 6th and rejoice to learn that you find my son peaceable and well-behaved. .* - ইহার কয়েক দিন পরে তিনি মিস্ ক্যাসেলকে লিখিতেছেন,— The account which Miss Kiddell and yourself have given of my son, gratifies me very much. - -