পাতা:সঙ্গীতরসমাধুরী.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৫ ক্য আর দিগম্বর, ঘুচেছে শ্মশান ঘর, কাশীপুরি মনে৷ হয় । * । নিৰ্ম্মান করিযে হর, আপনি তাঘ বিশ্বেশ্বর, অন্নপূর্ণ বেশে কন্যা, স্বর্ণপান পাত্রপাণী ৷ ২ ৷ আগে কে জানে এমন, নিখিল গুণভাজন, জানিমাত্র হুতাশন, ভালেধরে পঞ্চানন । * । ইবেগেল সে বিরোধ, জন্মিল হে দিব্যবোধ,দেখকি ভনে ভবানী,বল জয শূলপাণি এ একিরূপ হুেরিহরি, লেজেছে য়োগির বেশ ॥ ধ্রু । জটাজুট কিবাঘট, ঢাকিযে চাচরকেশ ॥ ধ্রু । মুরলিত্য জিযেহুরি, পিণাক ত্রিশূলধরি, বনমালা পরিহরি, কপাল মালে নিবেশ ৷৷ ১ ৷ ছিfছ কি করেছরঙ্গ, চন্দন চচ্চিত অঙ্গ, ঢেকেছে৷ বিভূতি দিযে, আহামরি হৃষীকেশ ।।*।। পীতাম্বর ত্যাযাগিযে, সাদু ল কৃত্তিপরিযে, গীতধস্থ অনুসারে, কটিতটে শোভেশেষ ৷৷ ২ ৷ জেনেছিহে হৃষীকেশ, মানেহলে য়োগিবেশ,সকল হযেছে আছে, বাকামযমে বিশেষ 1; # । ঘটেছে তাবতবটে, কিন্তু সত্যতাইরট,লুকাতে ভূলছ চিত্নভূণুপদে বক্ষদেশ ॥৩ দুকুল হকুণহরি, বুঝিকি তোমার খেলা হরি কুলশীল কুল,জুবায্যছকুলভেল।।*।। দেহবস পরিহার ক্ষমাক রপরিহরি, দৈখ ঘনাই লহরি, তরুণ অরুণাবল। ॥১। নিবত মুনাবারি, আর আমরা বুজনারি, আজু কেন ব^শিধারি, করিলে এব্লসমেল। * । হরিহরিমরি