পাতা:সঙ্গীতরসমাধুরী.djvu/১৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৫২ বিহারে করিলে তুমি, সারানিশি জাগরণ। ধ্ৰু । আরক্ত হইল কেন, দেখু আমার নযন । * uপ্রিযমুখ সুধাপান, তোমারে ঘটিল প্রাণ, দেহঘূর্ণিত বিধান, অামাতেহে কি কারণ ৷৷ ১ ৷ তার নয়েন অঞ্জন, ও ওষ্ঠে পরিশোভন, তবেকিসে সে ঘটন, এওষ্ঠে হয মিলন tা ২ । তুমি সুখেতে বঞ্চিলে, তর প্রফল ভুঞ্জিলে, তবেকেন পঞ্চশর, অামারে করে পীড়ন ৷৷ ৩ ৷৷ সে হাসি সে শশিমুখ, ভুলিলে কি ভোলায়ায nধুণ। পাষাণে জীবন তাই, আছে এতয়ন্ত্রনায ॥ ধ্রু॥ হাসি সুধার সুধার, বুঝি শশি নিযে ধার, শুধিবারে পুন বার, কুহু ভাবেতে মিলায ৷ ১ ৷ মুখ য়িনী কলানিধি, স্বৰূপ রচিতে বিধি, নিরবধি পক্ষ বিধি, ভাঙ্গিতে গঠিতে তায। ২। অবশেষে এই হৈল, হৃদযে চিত্রিত রৈল, কখন বিস্মত নৈল, মরি মরি প্রেমদাষ ৷৷ ৩ ৷৷ মনের য়াতন প্রাণ, দেহজীবন দছিল । ধ্রুs it প্রকাশিতে লুকাইতে, সমপ্রমাদ ঘটিল । * । রাখিতে চাহি গোপনে,জ্বলিমনঃ হুভাশনে,সেভাপ লাগি জীবনে, তাপে তাপিত করিল। ১1 প্রকাশিলে এইফল, প্রবল গঞ্জনানল, শতপুরেতে উদ্বুল, অঙ্গ অঙ্গার হইল। ২u আভাষে বুঝিৰে প্ৰাণ, তার উপমার স্থান, শখের করাত স্নাথ; গতাষাতে বিদারিল"৷ ৩ ৷৷