পাতা:সঙ্গীতরসমাধুরী.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So, সুখ সাধে বসি রাধে নিশিতে নিকুঞ্জে ॥ ধ্রুপ । আসিবলে কালশশী গেলে কারকুঞ্জে ॥*।এলে হরি কি কারণে, শ্ৰীমতীর কূঞ্জবনে, তরুণারুণ গগনে, দেখভৃঙ্গ গুঞ্জে ।। ১। ছিছি একি বুজরাজ, কহিতে শুনিতে লাজ, কারমুণ্ডে হানি বাজ, আল্যা মুখ পুঞ্জে ।।*।। য়েন মণি হারা ফণী, সারা নিশিতারা গণি, শযনে আছেন রাই, দুঃখ নিশিভূঞ্জে ৷৷ ৩ ৷৷ وه এসে গে। প্রাণের উমা পাষাণী প্রাণ নন্দিনী ॥ ধ্রু" । মাবলেম এলে বুঝি আপনি জগন্মোহিনী।*পুরাকৃত পণ্য ফলে, আচল তনযা হলে, কে য়ায সচল হযে, আনিতে শিবশোহিনী ॥ ১u শুনেছি জামাতা গুণ, সিদ্ধিতে অতি নিপুণ, শ্মশানে থাকে নিগুণ,সতত লযে ডাকিনী । * ৷ কপালে আগুন জ্বলে,কণ্ঠজুলে হালাহলে,অমৃতভাব গরলে, ভাবেন নাকি মা তিনি ৷ ২ ৷ অধিকন্তু গুণবড়, নিগুণ বৃদ্ধিতে দড়, জটায ধরেন শুনি, জাহ্নবানামে সতিনী।।*।। কন্যা ক্ষেপ্ত ঘরে রয, মার প্রাণে একিসয, অলঙ্কার ছাই ময, সাজায্যাছে পাগলিনী ৷৷ ৩ ৷৷ উঠ মেনক পাষাণী হের অসি উমাধনে ॥ ধ্রু । বরণ করিযে লহ সুমঙ্গল আচরণে * কন্যারে বিদায দিযে,ছিলে গে। দৈন্য হইযে,এখন কোলে নইযে,জুড়াও তাপিত মনে il ১ । ছিছি একি মার মায, ভুলে কন্য, বিশ্বজাযl, অন্ন & J