পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| S ] মার বিপক্ষ তোমার উপরে যে হি০২সা করিয়াছে তাহা বর্ণনা কর যেহেতুক আমি আপনার মোক দমা করিতে বসি নাই কিন্তু তোমার মোকদ্দমা । ৩ অারি স্টৈডিস ও কবি । অগরি ষ্টৈডিসের নিকটে এক জন কবির মোক দম উপস্থিত ছিল কবি তাহাকে আপনপক্ষে ব্যবস্থা কিছু হেলাইয়; দিতে মিনতি করিল । তা হাতে আারি ষ্টৈডিস এই উত্তর প্রদান করিলেন যে তুমি যদি কবির ব্যবস্থার বিপরীতে সূত্র ছোট বড় লিখিত। তবে কি প্রকৃত কবির মধ্যে গণ্য হই তা অতএব আমি যদি ন্যায় অথবা ব্যবস্থার বিপরী তে কিছু আজ্ঞা করি তবে আমি কিরূপে প্রকৃত বিচারকর্ডার মধ্যে গণ্য হইব । ৪ সোলন । সোলনের কোমল ব্যবস্থার বিষয়ে আনাথ সিস নিত্য উপহাস করিয়া কহিতেন যে ব্যৰ স্থা মাকড়সার জালের মত । যেমন দুৰ্ব্বল মক্ষি ক তাহাতে ধরা পড়ে এবণ২ বলবান ভুমর তাহা ভাঙ্গিয়া পলায় তেমন দরিদ্র অপরাধী ব্যবস্থার জালের মধ্যে ধরা পড়ে কিন্তু ধনবান ব্যক্তি তাহ। ভাঙ্গিয়া পলায়ন করে ।