পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 3 రిd ] সাকোর মধ্যের খিলান ব্যতিরিক্ত আর সকল ীি লান ভাঙ্গিয়া গেল। তাহার উপরে শুল্কগ্রাহকের বাস ছিল এব০২ সে ব্যক্তি সপরিবারে এইরূপে সু্যেতের দ্বার রুদ্ধ হইল এব^ প্রতিক্ষণ মৃত্যুর অপেক্ষা করিতে লাগিল । হস্ত বিস্তীর্ণ করিয়া উ চ্চৈঃস্বরে লোকেরদের নিকটে উপকার প্রার্থনা করিতে নদীর তীরহইতে লোকের তাহারদিগকে দেগিল। ইতিমধ্যে অবশিষ্ট যে খিলান ছিল তাহা গুণ্ড ২ হইয়া জলের মধ্যে ক্রমে পড়িতে লাগিল । এই অত্যন্ত সঙ্কট সময়ে সেই স্থানে বর্তমান এক জন কুলীন পাচশত টাকার এক তোড়। হাতে তুলি য়া কহিলেন যে যে ব্যক্তি একথান নৌকা লইয়। ঐ দুর্ভাগ্য পরিবারকে রক্ষা করিবে সে এই টাকা পাইবে কিন্তু স্রোতের বেগপ্রযুক্ত বহিয়া যাওনের অথবা সাকোর ভগ্ন কোন অপ২শের দ্বারণ নষ্টহ ওনের অথবা সেই অবশিষ্ট থিলানের সৃলিত : স্তরেতে নিমগ্নহওনের সম্ভাবনায় সেই অদ্ভুত কৰ্ম্মে প্রবৃত্তহওনে কাহার সাহস জন্মিল না। তৎসময়ে এক জন কৃষক সেই স্থান দিয়া গ মন করত সেই সকল বৃত্তান্ত এব^ অঙ্গীকৃত পারিতোষিকের বিষয় অবগত হইল । পরে তৎ ক্ষণাৎ একথান নৌকার উপরে লমফ দিয়া পড়িয়া দ্বাড়ের বলে সেই স্থানে পহছিল এব^ ক্রমে অং L 2.