পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిరి বাঙ্গালা সাহিত্যের আদিযুগ ও পরযুগ পারা যায়। একটি গল্পে আছে,-কর্ণধার সমুদ্রযাত্রার পূর্বে সদাগরকে জিজ্ঞাসা করিতেছে--“আপনি পিতামাতা ও স্ত্রীর অনুমতি পাইয়াছেন কি ? র্যাহাদের রাখিয়া গেলেন, তাহাদের জন্য দীর্ঘকালের সংস্থান করিয়াছেন কি ? দেবালয়ের ব্যবস্থা হইয়াছে কি ?” —ইত্যাদি। সমুদ্রযাত্রার পূর্বে কি কি ধৰ্ম্ম কাৰ্য্য করিতে হইত, তাহার উল্লেখ কাঞ্চনমালার গল্পে আছে। জাহাজগুলিতে তৈল সিন্দূর কিরূপ মাখাইতে হইভ, মাস্তুল, গলুই, কিরূপে সাজাইতে হইত, সারা দিন রাতি পাচটি প্রদীপ জ্বালিয়া রাখিবার কিরূপ ব্যবস্থা করিতে হইত ; জাহাজের কার্য্য-কৰ্ত্তাদের ও মাঝিদের কি কি উপাধি ছিল,—তাহা আমরা এই সকল গীতি-কথায় পাইতেছি । ব্ৰতকথার মধ্যে কুমারী মেয়েরা আকাশে ফুৰ্য্যোগ দেখিলে সমুদ্রযাত্রী ভাই ও পিতার জন্য কিরূপ আকুল হইয়া প্রার্থনা করিত, তাহা অতি সকরুণ ভাবে লিখিত হইয়াছে। আকাশে বক দেখিলে কচি হাত ফুঙ্গিয়া, তাহারা বলিত, “হে বক, আমাদের পিতা ও ভাইদের थवग्न निम्ना बाe * बन्नैौ८क छांकिग्रा दलिङ, *णांमांटमब्र,