পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য ১০২ তেন—বাঙ্গলা ভাষা ভার গ্রাহ করিতেন না, সুতরাং চাষার হাতে খুব ভদ্র-সাহিত্য আশা করা যায় না। কথাগুলি সবই ভাল নহে, মন কথাও অনেক আছে, কিন্তু তথাপি এই সাহিত্য পড়িয়া বাঙ্গলাদেশকে যেমন মনে পড়ে এমন আর কিছুতেই নহে। এই খড়কুটে দিয়া যেন মায়েরই প্রতিমা নিৰ্ম্মিত হইয়াছে ; সেই মাতৃমূৰ্ত্তির গলায় হাস্থলী, পায়ে বাকমল দেখিয়া আমাদের পাড়াগায়ের ভগবতীকেই মনে পড়ে,-সেই সকল সিন্দূর কোট, ধানের গোলা, হাল-লাঙ্গল, ৰলদ এবং গৃহিণীর পরিবেশনের কথা পড়িয়া মনে পড়ে সেই ধাস্তলক্ষ্মীকে,—যিনি অগ্রহায়ণে এখনও বঙ্গের কুঁড়েঘরে নবায় বিতরণ করেন । এই সকল কাব্যের ছন্দে মেঠো মুরের সেই সকল গান মনে পড়ে, বাহা বাঙ্গালার ক্ষেতে ক্ষেতে ধান কাটার সময়, চাষার गांनल क? इहेरङ ५थन७ फेशिष्ठ इहेब्रा श्राकांभ झाँहेम्ना ফেলে। এ সাহিত্য খাটি বাঙ্গালার সাহিত্য, দেশের बिखच, बांज्ञांजौग्न भई-कथा ।