পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> (t অনুৰাদের যুগ বসিয়া রামপ্রসাদী গান গাহিয়াছে—এই সকল গান প্রায়ই মালত্রীরাগিণীতে গীত হইয়া থাকে। চলিত । কথায় “মালঞ্জী”কে “মালসী” বলে। এই মালসী গান এক সময়ে বাঙ্গলার সদর, অন্দর, উৎসবের আসর এক সঙ্গে দখল করিয়া বসিয়াছিল। “মনরে কৃষি কাজ জাননা । এমন মানব জীবন রৈল পতিত, আবাদ কল্পে ফলতো সোনা ।” প্রভৃতি গান এক সময়ে সর্বত্র শোনা স্বাক্টত । এখনও পল্লীগ্রামে ক্ষেতে হাল চালাইয়া শ্ৰান্তভাবে চাষ কখনও কখনও খাইয়া থাকে—

  • এবার আশার আশা ভবে আশা

আসা মাত্র नांद्र झहेल । যেমন চিত্রের পদ্মেতে পড়ি ভ্রমর ভুঞ্জে রইল। মা নিম খাওয়ালি চিনি ব’লে কথার করি ছলো। ওম, মিঠার লোভে তিতযুখে সারা দিনটা গেলো।