পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"রত্ন” ভাবিয়া সেই পুথির বাক্সগুলি লুট করিয়া লইয়া যায়। নরোত্তম ছিলেন রাজসাহী জেলার খেতুরির রাজপুত্র। তিনি ও খামানন্দ বাঙ্গালাদেশে চলিয়া আসেন, কিন্তু শ্ৰীনিবাস পুস্তকগুলি ফিরিয়া পাইবার চেষ্টায় বন বিষ্ণুপুরে রহিয়া যান। রাজা বীর হার শ্ৰীনিবাসের অপূর্ব পাণ্ডিতা ও ভক্তি দেখিয়া যুদ্ধ হন, তিনি সপরিবারে ক্রনিবাসের নিকট বৈষ্ণবধর্মের দীক্ষা গ্রহণ করেন এবং অভ্যন্ত অনুতাপ প্রকাশপূর্বক সেই পুথিগুলি ফিরাইয় দেন। খামানন্দ উড়িায় যাইয়া