পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য >bペ আমার লম্বোদর নাকি উদরের জালায় কেঁদে কেঁদে বেড়াত । হোয়ে অতি ক্ষুদাৰ্ত্তিক সোণার কাৰ্ত্তিক ধূলায় পড়ে লুটাত " এইরূপ বহু গান দরিদ্র বাঙ্গালী ঘরের দিকেই সঙ্কেত করিত, দেবদেবীর কথা লইয়া সুরু করিয়া নিজেদের ঘরের দুঃখই বলিয়া সকলকে কাদাইত । ইংরাজী ১৮০৪ সালে বৰ্দ্ধমানে বাদমুড়া গ্রামে দাশরর্থী রায় জন্মগ্রহণ করেন। ইনি পাচালী নামক একরূপ ছড়ার স্থষ্টি করেন, তাহাতে শীঘ্রই সমস্ত বাঙ্গালাদেশ মাতিয়া উঠে । ভাষার উপর তাহার অসামান্ত অধিকার ছিল, আসরে দাড়াইলে তাহার মুখ হইতে কবিতার ফুল বর্ষণ হইতে থাকিত—অর্জুন ষেরূপ কুরুক্ষেত্রে বাণের উপর বাণ ছুড়িয়া বিপক্ষকে চমকাইয়া দিতেন, ইনিও তেমনই কথার পিঠে কথার মিল দিয়া আসরে সকল লোককে মুদ্ধ করিয়া ফেলি८ङन ; लॅीछांजौब्र झज्ज cयन कक्षज जिसद्ध मठ छूलैिग्ना চলিত। তাহার ছড়া কাটার রীতি এইরূপ ছিল—