পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sa“ම් বৈষ্ণব-পদাবলী পণ্ডিতের ভূষণ ধৰ্ম্মজ্ঞানী, মেঘের ভূষণ সৌদামিনী সতীর ভূষণ পতি। যোগীর ভূষণ ভস্ম, মৃত্তিকার ভূষণ শস্ত, রত্বের ভূষণ জ্যোতিঃ ॥ বৃক্ষের ভূষণ ফল, নদীর ভূষণ জল, জলের ভূষণ পদ্ম। পদ্মের ভূষণ মধুকর, মধুকরের ভূষণ গুণগুণ স্বর, ইত্যাদি—ইত্যাদি। এইভাবে কাহার ভূষণ কি তাই ক্রমাগত দুই তিন পৃষ্ঠা জুড়িয়া চলিয়াছে। লোকেরা এই আশ্চৰ্য্য লোকটির ক্ষমতা দেখিয়া অবাক হইয়া গিয়াছে। দাশরর্থী দেবদেবীর কথা লইয়া পাচালীর অনেক পালা রচনা করিয়াছেন, তাছাড়া বিধবা-বিবাহ ঠাট্টা করিয়া এবং আর আর সামাজিক কথা লইয়াও কয়েকটি পালা লিখিয়া গিয়াছেন। দাশরর্থীর শ্বামী বিষয়ক গানগুলি বড় মধুর। রামপ্রসাদের পরে শাক্ত সঙ্গীত রচকগণের মধ্যে র্তাহার আসন।