পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য Σ «. এ হেন সুন্দর রূপ প্রভূ রে প্রকাশিত রজনী। চন্দ্র সূৰ্য্য জিনিয়া রূপ হরিল নাগিনী ॥ চাপার কলিকা সম প্ৰভু রে তোমার কোমল অঙ্গুলি । তুমি আমার প্রভূ রে, অভাগী বেহুলা ডাকে, চাহ চক্ষু মেলি।” এই লেখার ভাষা আর পাড়াগায়ের ভাষার মত এলোমেলো নহে। সংস্কৃতের দীপ্তি পড়িয়া এই ভাষাকে বেশ ঝকঝকে করিয়াছে। কিন্তু তোমরা মনে করিও না যে, মনসা-মঙ্গল কাব্যগুলি কেবলই কান্নার ইরে লেখা। মেয়ে পুরুষদের পাশে কাহারও কোচ ধরিয়া, কাহারও অাচলে ছোট দেহ জড়াইয়া যে সকল ছোট ছোট শ্রোতার ঘুমের সঙ্গে লড়াই করিয়া রাত্রি জাগিতেছিল, তাহাদের জন্য লেখকেরা কি কিছুই দিয়া যান নাই ? অবশুই দিয়াছেন। बाघ, cभग्नाल, कूशैज्ञ थङ्कडि जड़ब्रा बथन नशैौन्लबब्र মড়া দেহটা খাইতে আসিয়াছে, তখন তাহাদের গায়ের লোম, চোখের কটা রং ও ল্যাজ আছড়ানোর কথা