পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉○ মনসাদেবীর গান শুনিয়া ছেলেরা ভারি মজা পাইয়াছে—যেখানে গোদা, গলায় রামকড়ির মালা দোলাইয়া, সাচি পানে মুখ লাল করিয়া বেহুলাকে বিয়ে করিবার প্রস্তাব করিতেছে, সেখানে হঠাৎ কান্না থামিয়া গিয়া হাসির রোল পড়িয়া যাইত । ময়মনসিংহে ইহার কিছু পরে মনসা-মঙ্গলের আরও দুইজন মস্ত বড় কবি জন্মিয়াছিলেন, তাহাদের একজন বংশীদাস, এবং অপর বংশীর কন্যা চন্দ্রাবতী । ইছার ব্রাহ্মণ কুল উজ্জল করিয়াছিলেন। বংশীদাসের বাড়ী ছিল পাটোয়ারী গ্রামে, ফুলেশ্বরী নদীর পারে। ইহার জীবনের একটি ঘটনা তোমাদের কাছে বলিব,— একটা বড় তুর্ভাগ্য কিরূপে একটা খুব বড় রকমের সৌভাগ্যে পরিণত হইল—এটা তাহারই কথা-চাক্ষুষ ঘটনা। র্তাহার মেয়ে চন্দ্রাবতী নিজে লিখিয়াছেন। বংশীদাস ভাসান গান গাহিয়া যে রকম নাম করিয়াছিলেন, সে রকম টাকা পয়সা করিতে পারেন নাই, বরং দীনদরিদ্র ছিলেন। একদিন তিনি দলের লোক লইয়া একখানে গান গাহিতে চলিয়াছিলেনপথের মাঝখানে একটা বড় নল-খাগড়ার বন । প্রায়