পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য Ꮌ8 এক দিনের পথ জুড়িয়া সেই জায়গাটা, তার নাম “জালিয়া হাওড়” । কিশোরগঞ্জে এখনও জায়গাটা আছে। সে সময় লোকে টাকা মাটীতে পুতিয়া রাখিত, বড়ই ডাকাতের ভয় ছিল। বংশীদাস দলবলের সঙ্গে সেই নল খাগড়ার বন দিয়া যাইতে যাইতে অস্ত্র-শস্ত্র হাতে একদল ডাকাতের হাতে পড়েন, ডাকাতের সর্দার ছিল কেনারাম। এই কেনারাম এরূপ ভয়ানক লোক ছিল যে, তাহার নাম শুনিলে হৃদকম্প উপস্থিত হইত। বংশীদাস ও তাহার দলের লোকদের যা কিছু ছিল— তাহা কেনারাম খুজিয়া-পাতিয়া দেখিল, কিছু পাইল না, তবু তোমাকে মারিব” বলিয়া কেনারাম বংশীদাসের কাছে খড়গ লইয়া যমের দূতের মত দাড়াইল । বংশী পৈতা দেখাইলেন। কেনারাম বলিল, “ঢের ঢের বামুন মারিয়াছি, পৈতার ভয় রাখি না।” বংশীদাস বলিলেন, “আমি নিরীহ বামুন, গান গাহিয়৷ বেড়াই, আমাকে মারিয়া কি লাভ করিবে, বল ?” কেনারাম জিজ্ঞাসা করিল, “তোমার নাম কি ?” “আমার নাম বংশী’ আমি দেবীর ভাসান গাহিয়া কিঞ্চিৎ রোজগার করিয়া কষ্টে স্থষ্টে পরিবার প্রতিপালন করি।” কেনা.