পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ☾ মনসাদেবীর গান রাম লিল, “তুমি কি সেই বংশী যার ভাসান গান শুনে পাষাণ গলে যায় ? কিন্তু পাষাণ গলাতে পার, ঠাকুর, আমার প্রাণ গলানো শক্ত, বিশেষ তুমি সব জায়গায় ঘুরে বেড়াও, আমাকে দেখে রাখলে—কোন দিন ধরিয়ে দেবে ঠিক কি ?” সুতরাং জীবনের কোন আশা নাই, এখন প্রস্তুত হওঁ।” বংশী অনেক অনুনয় করিলেন। কিন্তু “চোরা না শোনে ধৰ্ম্মের কাহিনী”— কিছুতেই ডাকাতের প্রাণ গলিল না। তখন বংশী শেষ এই প্রার্থনা জানাইলেন—“আমরা শেষবার মায়ের নাম গান করিব—মৃত্যুর পূৰ্ব্বে এই ভিক্ষা দাও।” কেনারাম গাহিতে অনুমতি দিল । চারিদিকে নল খাগড়ার বন, সেই “হাওর” হইল আসর, আকাশটা যেন একট চান্দোয়ার মত কেউ খাটাইয়া গায়কদলের মাথার উপর রাখিয়া দিয়াছে। সম্মুখে শ্রোতারা যম দূতের ন্যায়। মৃত্যু সম্মুখে করিয়া বংশীদাস একান্ত ভক্তির সঙ্গে গদগদ কণ্ঠে গান আরম্ভ করিয়া দিল । সে গান এমনই চমৎকার হইল যে, যে সকল পার্থীরা আকাশে উড়িয়া যাইতেছিল, তাহারা যেন গানে মুগ্ধ হইয়া মাটীতে আসিয়া বসিল,