পাতা:সরল বাঙ্গালা সাহিত্য.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সরল বাঙ্গালা সাহিত্য Sr. কয়েকখানি পুরাতন হাতের লেখা পুথি পাইয়াছি – তাহা মুসলমান লেখকগণ নকল করিয়াছেন । সুতরাং (ಕಿ কাব্য হিন্দু মুসলমানকে—সমস্ত বঙ্গদেশবাসীকে— এক সময়ে আনন্দ দিয়াছিল। ঢাকায় পিক্রমপুবের অন্তর্গত ঝিনারদি গ্রামে ষষ্ঠীবর সেন ও গঙ্গাদাস সেন নামক সুবর্ণবণিক জাতীয় দুষ্ট কবি প্রায় ৩৫ বৎসর পূৰ্ব্বে মনসামঙ্গল রচনা করিয়াছিলেন। ১০ বৎসর পূৰ্ব্বে বৰ্দ্ধমান জেলায় কেতকাদাস ক্ষেমানন্দ যে ভাসান কাব্য লিখিয়াছিলেন তাহা আকারে ছোট হইলেও গুণে বড়। এই বিষয়ে সকলের চাইতে পুৰাতন কাব্যগুলি আমরা পূৰ্ব্ববঙ্গ হইতে পাইয়াছি, এবং এ পর্য্যস্ত প্রায় একশত জন মনসামঙ্গল লেখকের অল্প বেশী লেখা আমরা দেখিয়াছি । মনসাদেবীর ভাসান যে এক সময় ফুর্গোৎসবের স্থায়ই বাঙ্গালীর জাতীয় উৎসব ছিল তাহাতে সন্দেহ নাই । মনসাদেবীর সম্বন্ধে এই গান আমরা সংস্কৃত বইতে পাই নাই। কুন্দ ও চাপা ফুলের ন্যায় এই গান বাঙ্গলার খাটি নিজস্ব—এই দেশের জঙ্গ, হাওয়া ও মাটীতে জন্সিয়াছে।