পাতা:সানাই-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিচয় পাপ যে মিথ্যে কথা । আপনাকে তো ভুলিয়েছিলুম যেই তোমারে এলেম ভোলাবারে ; ঘুলিয়ে-দেওয়া ঘূর্ণিপাকে সেই কি চেনার পথ। আমার মায়ার জালটা ছিড়ে অবশেষে আমায় বঁাচালে যে ; আবার সেই তো দেখতে পেলেম আজো তোমার স্বপ্নঘোড়ায়-চড়া নিত্যকালের সন্ধান সেই মানসসুন্দরীকে সীমাবিহীন তেপান্তরের মাঠে । দেখতে পেলেম ছবি, এই বিশ্বের হৃদয়মাঝে বসে আছেন অনির্বচনীয়া, তুমি তারি পায়ের কাছে বাজাও তোমার বাঁশি । এ-সব কথা শোনাচ্ছে কি সাজিয়ে-বলার মতো । না বন্ধু, এ হঠাৎ মুখে আসে, ঢেউয়ের মুখে মোতির ঝিতুক যেন মরুবালুর তীরে । এ-সব কথা প্রতিদিনের নয় ; যে তুমি নও প্রতিদিনের সেই তোমারে দিলাম যে অঞ্জলি তোমার দেবীর প্রসাদ রবে তাহে । আমি কি নই সেই দেবীরই সহচরী, ছিলাম না কি অচিন রহস্যে যখন কাছে প্রথম এসেছিলে । ፃ ó