পাতা:সারধর্ম্ম-রাজনারায়ণ বসু.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

br s দ্বিতীয় প্রস্তাব । ইহাতে প্রমাণত হইতেছে যে,হিন্দুরা ঈশ্বরভক্তিকে সারধৰ্ম্ম বলিয়া বিশ্বাস করেন। কিন্তু প্রচলিত হিন্দুধৰ্ম্ম উৰ্দুধৰ্ম্ম ও ক্রিয়া-কলাপের প্রাচুর্য্য দ্বারা এমনি আচ্ছন্ন যে, সারধৰ্ম্মের প্রতি লোকের দৃষ্টি একেবারে বিলুপ্ত হইয়াছে এবং হিন্দু ধৰ্ম্মাবলম্বীরা এমনি প্রচার-বিমুখ যে, হিন্দুধৰ্ম্মে যে সকল চমৎকার উদার ভাব আছে, তন্দ্বারা জগতের উপকারের সম্ভাবনা নাই । .* - যেরূপ অনুভব করিয়াছে এবং সেই ধৰ্ম্ম ও তাহ প্রচারের প্রতি যেরূপ মনোযোগী, এমন অন্য কোন ধৰ্ম্ম নহে। ব্রাহ্মধৰ্ম্ম ধৰ্ম্ম-মত লইয়। তর্ক ও বিবাদ অপেক্ষ সার-ধৰ্ম্মের অনুষ্ঠান ও প্রচারের প্রতি অধিকতর মনোযোগ প্রদান করেন। ব্রাহ্মধৰ্ম্ম প্রথমে পৌত্তলিক হিন্দুধৰ্ম্ম ও খ্ৰীষ্টীয় ধৰ্ম্মের সহিত যেরূপ দ্বিবাদ করিয়াছিলেন, এক্ষণে সেরূপ করেন না ; এক্ষণে অনেক পরিমাণে ধৰ্ম্ম-বিবাদ হইতে বিরত হইয়াছেন। অধুনা ব্রান্ধের অন্য কোন ধৰ্ম্মকে মাক্রমণ না করিয়া উপাসন এবং ব্রাহ্মধৰ্ম্মের সৌন্দৰ্য্য প্রদর্শন দ্বারা অন্য লোককে ব্রাহ্মধৰ্ম্মে জানিতে ' চেষ্টা করেন। যদি কখন কোন ধৰ্ম্মকে আক্রমণ করিতে বাধ্য হয়েন, তাহ হইলে সেই ধৰ্ম্মের প্রতি কটুকটব্য প্রয়োগ না করিয়া কেবল সারবান যুক্তি ও সেই ধৰ্ম্মের ধৰ্ম্মশাস্ত্র হইতে উদ্ধৃত শ্লোক"--অর্থাৎ সেই ধর্মের নিজের কথা দ্বারাই— ৬াহাকে খণ্ডন করিধার চেষ্টা করেন। ঈশ্বরের স্বরূপ ও পরকাল বিষয়ে ব্রাহ্মদিগের যে বিশেষ মত আছে, ব্রাহ্মধৰ্ম্ম