পাতা:সাহানামা.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२७ সাহানামা ve - ছেন্ন ঠাহীকে প্রাণ অৰ্পণ করিব । জাল ও রোন্তম এই কথা শুনিয়া রোদন করিয়া বাহিরে আইলেন,তাহারদিগের প্রমু থাত ইহা জ্ঞাত হইয়া সকলে বিস্তর রোদন করিতে লাগিল পর দিবস প্রাতে কয়খেছিরো নিজালয় হইতে বাহিরে আসিয়া অপারণ সাধরণ ব্যক্তিকেডাকাইয়া সকলের সন্মান করিয়া কহিলেন আমার কপালে পৃথিবীর সুখ দুঃখুর ভোগ জাহ ছিল তাহা হইল এইক্ষণে তোমারা সকলে ধৈয্য হও খামি যেমত ২ কহি তাহার অন্যথা কেহু করিবানা; আর যে যেমত কক্ষ করিয়াছ তাহার পরস্কার করি তোমারা সকলে গ্ৰহণ কর ইহা কহিয়া বাটি হইতে বাহির হইয়া নগর প্রান্তশিবির স্থাপন করিয়া ধন রক্ত বস্ত্রাদি আনাইয়া যথার্যোগ্য ব্যক্তিদিগকে সপ্তাহ পৰ্য্যন্ত দানদ্বারা তুষ্ট করিলেন এতদ্রুপ দান করিলেন যে ইরান রাজ্য ভিক্ষুক রহিলন, পরন্তু পিতৃ হিন বালক ওঅনাথ দিগেরপ্রতি এমত নিয়ম নিৰ্দ্ধারিত করি লেন যে কোনমতে তাহারদিগের কুেস নাহয় । - তাহার পর কয়কাউছের জামাত লহরাম্পকে ইরানের ভক্তে বসাইয়া অবিসেক করিয়া সকল সরদারকে কহিলেন তোমরা যে ৰূপ আমার অজ্ঞাবহ থাকিতে সেইৰূপ লহরাষ্পের নিকটে সৰ্ব্বদা উপস্থিত থাকিয় কন্ধ সম্পন্ন করিব; অপরন্তু জাল ওরোন্তম কে জাৰল, গু কৰিল, নিমরোজ, এই তিন রাজ্য পূৰ্ব্বে জীব নোপায়ের নিমিত্তে দিয়াছিলেন সেই সকল দেশ তাহার পতি করিলেন,শুছকে খোরছনিরাজ্যদিলেন, কাউছের পূত্র ক্রামেরঙ্গ সৰ্ব্বোপরি শ্রেষ্ট মন্ধিত্বপদে অভিষিক্ত করিয়া