পাতা:সাহানামা.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩e _ সাহানামা - ভোগ করিয়াস সরিরে সগারোহণ করিয়া কেবল মহারাজা যুধিষ্ঠির স্ব সরিরে দ্বগে গমন করেণ, ভিম অৰ্জ্জুন, নকুল সহদেৰ,হিম মধ্যে মগুহইয়া প্রাণ ত্যাগ করেণ; সাহনামাতে ও সেই ৰূপ কেবল কয়খোছরো পৰ্ব্বতোপরি গমন করিয়া অদরশণ হণ; আর ফরেবোরঙ্গঃ তুছ, গেও, বেজন এই চারি ব্যক্তি পূৰ্ব্বোক্ত মত হিম মধ্যে মগু হইয়া প্রাণ ত্যাগ করেণ কিন্তু এই দুই গ্রন্থ এক কালিন কি এক গ্ৰন্থ প্রস্তুত হইসে তাহা দুষ্টে অার এক গ্ৰন্থ ছয় ইহ এইক্ষণে বিৰচনা করিয়াপ্রকাশ করা অতি শুকঠীণ ৰিজ্ঞ পাঠক বর্গের জাহার দিগের দুই স্বাস্ত্র অর্থাৎ হিন্দুদিগের বাঙ্গল স্বাস্ত্র ও মোছলমান দিগের পারস্য সাস্ত্র দৃষ্টি আছে তাহার দুই গ্রন্থের প্রকৃত মৰ্ম্ম অর্থাৎ ফুক পাণ্ডব হিন্দু সান্ত্রের ও অফিয়াছিয়াব, কয়খোছরে। পারস্য সান্ত্রের অক্য করিলে এক গ্রন্থ নিসন্দেহ বোধ হইবে ভবে নাম ও প্রকরণ সকল ভিন্য ২ নাকরিলে হটাৎ দুষ্ঠেএক গ্ৰন্থ বোধ হইৰে এনিমিত্ত্যে আপন সান্ত্রেরমত উভয়েইবন্থণা করিয়াছেন; কি মধিক n :