পাতা:সাহানামা.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

गांश्नांश्री v9&S তোমার মাত কিদাফাকে আমার নিকট সিঘ্ৰ আনিব, যখন দুত কিদকসকে সঙ্গেকরিয়া কিদাকার নগরে উপস্থিত ছইলেন কিদাফা আপনার সভার প্রধান ২ ব্যক্তিকে সঙ্গে করির অগ্রসর আসিয়া দূতকে অনেক সমাদর করিল পরে আপন কন্যা ও জামাতাকে দেখিয়া আছাদিত হইয়া-ছেক ন্দরের যৰ্দ্ধে কএদ হইবার ও তথা হইতে মুক্তহইবার উপায় জিজ্ঞাসা করিলে কিদরুস কহিল ছেকন্দর আমার দিগের দুইজনার মস্তক কাটিতে আজ্ঞা করিয়াছিল কিন্তু এইদূত ইহার নাম নয়তকন ছেকন্দরের উজির ছেকন্দরকে অনেক বুঝাইয়া আমার ও তোমার কন্যারপ্রাণদান দিয়াছে অতএব ইহাকে বিশেষ ৰূপে পরস্কার করা উচিত । আর ইহাকে এমত যত্ব পূর্বক রাখিবা যে কোন প্রকারে ইহার কুেস ও অসন্মান নাহয়, পরে কিদাফী ছেকন্দরের দুতকে সঙ্গে লইয়া বাটিতে আসিয়া আপন নিকট বসাইয়া অনেক সমাদর করিলেন, এব• আপনার এক বাটিতে বাসা দিয়া নানা মত আহারীর দিব্য পাঠাইল ক্ষণেকবিলম্বে দতবিদায় হইয়া বাসায় গেল। পর দিবস প্রাতে কিদফার নিকট দূতআইলে কিদাফা পুনঃ ২ দূতকে নিরক্ষণ করিয়া এক গৃহে আহারীয় দ্রব্য আয়োজন করিতে কহিয়া কিদাফা দূতকে সেই গৃহে লহরী একত্র আহার করিতে বসাইয়া পুনঃৰ্ব্বার দূতের মুখ বিলক্ষণ ৰূপে নিরক্ষণ করিয়া সেখানহইতে উঠিয়া একত্তক্তে বসির একজনকে ছেকন্দরের প্রতিমুক্তি আনিতে কহিলসে তৎক্ষণাত তামিল তখন ঐ দুঙের অবয়ব প্রতিমূৰ্ত্তির সহিত অক্যে করিয়াববিল যে ছেকন্দর আপনি দত হইয়া আসি l Est !