পাতা:সাহানামা.djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిస్టెs - সাহানামা বোঝাই করিয়া দুর্গের নিকট উপস্থিত হইলে তথাকার রক্ষক ও কীটের সেবাতিরা জিজ্ঞাসা করিল তোমরা কে কোথা হইতে অইলা? আর দসির কহিল আমি সওদাগর খোরামান দেশ' হইতে অসিতেছি কীটের নিকট আমার মাননা পূজা আছে । এই কথা শুনিয়া দুগের দ্বার মুক্ত করিয়া আরদসিরকে দুৰ্গ মধ্যে লইয়াগেলে জরদসির দূর্গ মধ্যে একস্থানে বাসা করিয় রছিল, এক দিবস দুইটা হিরকাদি ঘডিত পেয়াল ও আর২ অনেক দ্রব্য সঙ্গে লইয়া কীটের অনুচর দিগের নিকট গেলেন তাহার উক্ত পেয়াল দেখিয়৷ कच्चिन्न এই পোলায় আমারদিগের কীটকে দ্বগ্ধ ও মধু পান করাইব, আরদসির কহিল আমার বাসায় মধু ও দ্বন্ধ আছে আজ্ঞা করিলে আনয়ন করি এব০ তোমাদিগকে ও কিঞ্চিৎ আভার করাই ইহ শুনিয়া তাহার! সৰ্ব্বত হইলে তখন আরদসির তাহাদিগকে সঙ্গে করিয়া আপন বাসায় আনিয়া নানা প্রকার খাদ্য দ্রব্য এব০ অনেক প্রকার মদিরা দিলেন; তাহার। আহার করিয়া পরিশেষে মদ্যপান করিতে লাগিল, তারদর্সির দ্বগ্ধ ও মধু লইয়া তদিগকে কহিলেন কীটকে দেও তাহার কহিল তুমি জাইয়। কীটকেগান করাও তখন আরদসির দ্বন্ধ ও মধু লইয়া আর গোপনে খানিক রাঙ্গ লইয়। ঐ কীটের নিকট উপস্থিত হইয়া রাঙ্গ গালাইয়। তাহার যুখের মধ্যে ঢালিয়া দিলেন পোকা ঐ উত্তপ্ত রাঙ্গ মুখ মধ্যে পতিত হইবায় তৎক্ষণাত প্রাণ ত্যাগ করিল তৎপরে তারদসির বাসায় আসিয়া