পাতা:সাহানামা.djvu/৪৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২৪ লাহানামা , লেদ খোসনওয়াজ অনেক যুদ্ধ করিয়া পিরোজ সাহঁকে মারিয়া ও তাঙ্গর এক পৃগু ও সরদারদিগকে কয়েদ করিয়া রাখিল, তাহ শুনিয়া পিরোজ সাহর আর এক পত্র বেলা ছান সাহ অনেক সেনা সঙ্গে লইয়া খোসনওয়াজ সাহর সহিত যুদ্ধ করিতে তুরানে যাত্রা করিলেন, খোসনঔয়াজ সাহ এই স০বাদ পাইয়া আপন সেনা লইয়া বেলাছানসাহর সহিত যুদ্ধে পরাভব কইয়া বেলাছান সাহর সহিত সন্ধিকর শাখ এক পত্র লিখিলেন। বেলাছান সাহ ঐ পত্ৰ পাইয়া লিখিল আমার যেখ লোককের্তমি বন্ধ রাখিয়াছ তাহাদিগ কে মক্ত করিয়ী দেওঁ আর আমার পিতা যে২ দেশ লইয়t ছিলেন তাহা যদি ত্যাগকর তবে আমি তোমার সহিত সন্ধি করিব । খোসনওয়াজ সাহ তাছা স্বিকার করিয়া বেলাছান সাহর সহিত সন্ধি করিলেন বেলাছান সাহ ইরানে জাসিয়া কিছদিন বাদসাহি করিয়া আপন কনিষ্ঠ ভাত কোবাদ সাহকে ইরানের বাদমাহ করিয়া আপনি ঈশ্বরের ভজনায় নিযজ্ঞথাকিয় পরিশেষে মায়াময়দেহ ত্যাগ করিয়া নিত্যধামে গমন করিলেন । , w কোবাদ বাদশাহর বিবরণ : কোবাদ ইরানের বাদসাহ হইয়া কিছুদিন পৈত্রিক নিয়ম মত বাদসাহি করিয়া পরে অত্যন্ত দৌরাত্য আরম্ভ করিল এ নিমিন্ত্য ইরানের সকল লোক ভেক্ত হইয়া সরদার দিগের সহিত ঐক্য হুইয়া কোবাদ স্বাহকে কয়েদকরিয়া তাহার কনিষ্ঠ ভ্রান্স ছৱধরাজ সাহকে ইরানের বাদসাহ করদ কোবাদ সাহ কোন উপায় দ্বারা কারাগার হইতে পালাইয়া