পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্য ও ছাত্র-জীবন 8כאל দীনবন্ধুর ছাত্র-জীবনের কথা বিশেষভাবে জানিতে হুইলে সেই সময়কার সরকারী শিক্ষা-বিষয়ক রিপোর্টগুলি সম্বত্বে পাঠ করা আবগুক। আমরা এ সম্বন্ধে যেটুকু তথ্য সংগ্ৰহ করিতে পারিয়াছি, এখানে তাহার উল্লেখ করিব। দীনবন্ধু কলিকাতায় আসিয়া প্রথমে কলুটোলা ব্রাঞ্চ স্কুলে প্রবেশ করেন। এই প্রতিষ্ঠানটি সে সময়ে হিন্দুকলেজ ব্রাঞ্চ স্কুল বা হেয়ার সাহেবের স্কুল নামেও পরিচিত ছিল ; ১৮৬৭ খ্ৰীষ্টাবে এই ব্রাঞ্চ স্কুলেরই নামকরণ হয়—হেয়ার স্কুল। ১৮৫০ খ্ৰীষ্টাব্দে দীনবন্ধু কলুটোল ব্রাঞ্চ স্কুল হইতে পরীক্ষা দিয়া জুনিয়র বৃত্তি লাভ করেন। বৃত্তি-পরীক্ষার ফল এইরূপ :-- History 21.25; Geography 28 : Garmrmar 27; Mathematics 28.5; Trans. from Vernacular 40; Oral examination 17. Total 156.5. Total value 800." ইহার পর দীনবন্ধু ১৮৫০ খ্ৰীষ্টাব্দে হিন্দুকলেজের চতুর্থ শ্রেণীতে প্রবিষ্ট হন। ১৮৫১ খ্ৰীষ্টাব্দে তিনি চতুর্থ শ্রেণী হইতে পুনরায় জুনিয়র বৃত্তি পরীক্ষা দেন এবং যথাসময়ে জুনিয়র বৃত্তি লাভ করেন। এই বৃত্তি-পরীক্ষার ফল উদ্ধৃত করিতেছি – FOURTH CLASS, Literature 36.4; Mental Philosophy 39; History 59.2: Pure Mathematics 39.5 ; Mixed Mathematics 47.5; English Essay 29; Vernacular Esgay 85. Totai 276.6,f

  • ms
  • General Report on Public Instruction, in the Lower Provinces of the Bengal Presidency, from 1st October, 1849, to 80th September, 1850, p. ccxxxviii.

f Genl, Rep.......From 1st October, 1850, to 80th September, 1851, p. cxlii.