পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*My রাধাকান্ত দেব ঐযুক্ত কালকমল তর্কপঞ্চানন ভট্টাচাৰ্য মহাশয় অ্যাপক নিযুক্ত ररेवाश्म । cरण »० शत्र क्केबरि शुं★यरह झांबिक्के भ*ील भार्ग्रह कांण निर्बीउ श्रेहांश्,०९ दांरब्र) बन विएशनैश्च शब चशग्नन করিতেছেন । ঐ অভিনব কলেজে জাপাততঃ ব্যাকরণ, অলঙ্কার, श्रृंन, छी, इबांह, कावTां१ि *कनाड ७ष९ मरा] eांकौन शूलि পেশা অব্যাপন হইতেছে নিযুক্ত অব্যাপকদিগের কৰাই নাই, . ঐ সকল বিদেশীয় ছান্নগণেরাও রাজসংসার হইতে জাহারীয় নগদ বৃত্তি পাইতেছেল. । সমাজ-সেবা ও জনহিতকর কার্য্য রাধাকান্ত দেবের প্রধান কাৰ্য্যসমূহের এ-পর্যন্ত উল্লেখ করিয়াছি। ইহা ছাড়া, তিনি নানা সভাসমিতি এবং সরকারী ও বেসরকারী বহু কটিতে যোগদান করিয়া নিজ জ্ঞানবুদ্ধিমতে জনসেবায় আঙুনিয়োগ করিয়াছিলেন। এখালে কয়েকটি প্রধান কাৰ্য্যের মাত্র উল্লেখ করিব। ১৮২৩ খ্ৰীষ্টান্ধের ১৬ই ফেব্রুয়ারি কলিকাতার ছিদ্বুকলেজে শিক্ষিত, পণ্ডিত ও গণ্যমান্ত বাঙালীর মিলিত হইয়া গৌড়ীয় সমাজ স্থাপন করেন। ইহার উন্ধেগু—এতদ্ধেশীয় লোকেদের বিদ্যানুশীলন ও জ্ঞানোপার্জন । রাধাকান্ত দেব প্রতিষ্ঠাকাল হইতে ইহার সঙ্গে যুক্ত ছিলেন। গৌড়ীয় সমাজের কৰ্ম্মকর্তৃসভায় ছিলেন লাডলিমোছন ঠাকুর, রাধামাধব বন্ধ্যোপাধ্যায়, কাশীকান্ত ঘোষাল, প্রসন্নকুমার ঠাকুর, ভৰানীচরণ বঙ্গ্যোপাধ্যায়, দ্বারকানাথ ঠাকুর, রামজয় তর্কালঙ্কার, রাধাকান্ত দেব, তারিণীচরণ মিত্র, কাশীনাথ মল্পিক ও রামকমল সেন। এই সভা অম্বুমান দুই বৎসর চলিয়াছিল।