পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছাত্র-জীবন $: পুরস্কার লাভ করেন। তাহার পূর্বতন প্রতিদ্বী উমেশচন্দ্র শুরও ‘বি’ সেকশন হইতে অনুরূপ পুরস্কার পাইয়াছিলেন। "এ" সেকশনের শিক্ষক ছিলেন মহেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (১-৫-৫০ তারিখে বেতন مهند বাম ৩s)–এতিনামা ঈশানচন্দ্র বন্ধ্যোপাধ্যায়ের কনিষ্ঠ ভ্রাতা। “ধি সেকশনের শিক্ষক Ur৪ সাহেবের নিকট বঙ্কিমচন্দ্র পড়েন নাই। : পরবংসর (ইং ১৮৫১-৫২) তীিয় শ্রেণীর “এ রেশনে । বিখ্যাত শিক্ষক ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নিকট বঙ্কিমচজ পড়েন,-“বি” সেকশনের ক্লারমণ্ট ( F. W. Clermont ) সাহেবের নিকট পড়েন নাই। তখনও শিক্ষা-বিভাগে বহু সাহেব শিক্ষকতা করিতেন। বন্দ্যোপাধ্যায়-ভ্রাতৃযুগল দেশীয় শিক্ষকদের শীর্ষস্থানীয় ছিলেন, কিন্তু সাহেবদের সহিত প্রতিদ্বন্দ্বিতায় ইহাদের পদোন্নতি বাধা প্রাপ্ত হইয়াছিল সন্দেহ নাই। ১৮৫০ খ্ৰীষ্টাব্দে কাশীপ্রসাদ ঘোষ-সম্পাদিত হিন্দু ইণ্টেলিজেন্সার পত্রিকায় হুগলী কলেজের প্রধান শিক্ষক গ্রেভস ( Graves ) ও নবনিযুক্ত ব্রেন্থাগু ( Brennand ) সাহেবদের বিরুদ্ধে তীব্র সমালোচনাপূর্ণ কয়েকখানি পত্র প্রকাশিত হয় এবং প্রকাণ্ডে অস্বীকৃত হইলেও, কলেজের অধ্যক্ষ কার ( Kerr) সাহেব তাহার ১৯-৯-৫০ তারিখের সুদীর্ঘ পত্রে ঐগুলি বন্দ্যোপাধ্যায়-ভ্রাতৃদ্বয়েরই লেখা বলিয়া প্রমাণ করিতে চেষ্টা করিয়াছিলেন |ণ দ্বিতীয় শ্রেণীতে বঙ্কিমচন্দ্র পুরস্কার পাইতে পারেন নাই—১৮৫২ খ্ৰীষ্টাব্দে এই শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত ছাত্র ছিলেন যাদবচন্দ্র রায় ( সেকশন “ধি” ) ও ধর্ভূনাথ মিত্র (সেকশন “এ” )। ১৮৫২ খ্ৰীষ্টাব্দের অক্টোবর মাস হইতে তিনি প্রথম শ্রেণীর “বি”

  • Hooghly College Register 1886-1986, p. 158. f Zacbariah : History of Hooghly College, p. 59,