পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

झाँझ-बौबन्न ?? -दsगन दान) शं९ अश مهمة )a sifics * * **** * **** * यूथ गठिठ झ्न-छैशिद्ध निदानं-छादिष झिण २०-४-०७ । दक्मिछल কলেজে উঠিয় তাহার নিকট পাঁচ মাস পড়িয়াছিলেন। তাছার মৃত্যুর পর তৎস্থলে ২৫-১-৫৫ হইতে গোবিন্দচন্ত্র শিরোমণি মহাশয়ই নিযুক্ত হন। স্বত্তরাং বঙ্কিমচঞ্জের হুগলীর শিক্ষকদের মধ্যে শিরোমণির সংস্পৰ্শই দীর্ঘতম (অমৃন তিন বৎসর ) হইয়াছিল। পরিশেষে উল্লেখ করা আবশ্বক যে, তৎকালে সংস্কৃত কলেজ ব্যতীত অন্ত কোন বিদ্যালয়ে সংস্কৃত শিক্ষার ব্যবস্থা ছিল না। বঙ্কিমচন্দ্র কলেজে কোথাও সংস্কৃত পড়েন নাই-ভাটপাড়ার পণ্ডিতদের সাহায্যে বাড়ীতেই সংস্কৃত পড়িয়া ব্যুৎপন্ন হন। বিশ্ববিদ্যালয় স্থাপনের পর ৩০-৩-৬৪ তারিখের আদেশমূলে এক জন সংস্কৃতের সহকারী অধ্যাপকের পদ হুগলীতে ১৫-২ বেতনে প্রথম স্বস্ট হয়। এই পদে স্থায়ী লোক গোপালচন্দ্র গুপ্তের নিয়োগের পূৰ্ব্বে শিরোমণি মহাশয় এক মাস কাল (মে-জুন ১৮৬৫) অস্থাদিরূপে ছিলেন। প্রেসিডেন্সী কলেজ ১৮৫৭ খ্ৰীষ্টাবে এনট্রান্স ও ১৮৫৮ খ্ৰীষ্টাব্দে বি-এ পরীক্ষার প্রবর্তন হয়। ১৮৫৭ খ্ৰীষ্টাব্দের এপ্রিল মাসে বঙ্কিমচন্দ্র প্রেসিডেন্সী কলেজের আইন-বিভাগ হইতে এস্ট্রান্স পরীক্ষা দিলেন। তিনি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হুইaাছিলেন। সে বৎসর উত্তরপাড়া স্কুল হইতে হেমচন্ত্র বন্ধ্যোপাধ্যায়, কলুটোলা ব্রাঞ্চ স্কুল (বৰ্ত্তমানে হেয়ার স্কুল) হইতে শিশিরকুমার ঘোষ, সংস্কৃত কলেজ হইতে কৃষ্ণকমল ভট্টাচাৰ্য, এবং হিন্ধু । স্কুল হইতে সত্যেন্দ্রনাথ ঠাকুর, গণেন্দ্রনাথ ঠাকুর ও যোগেন্দ্রচন্দ্র ঘোষ अम्लडि९ अनाज गौका अषब डिारण प्लेडौ4 श्न। गर्झनत्यछ