পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

蔚姆 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গুপ্ত, পণ্ডিত রামগতি ন্যায়রত্ন ও বঙ্কিমচন্দ্র গুঞ্জ বের গৃহে সমবেত হইয়া সাহিত্য-চৰ্চা করিতেন। ১৮৮৯ খ্ৰীষ্টাব্দের ১৫ জুলাই তারিখে চুচুড়া হইতে বঙ্কিমচন্দ্র নবীনচন্দ্র সেনকে যে পত্র লেখেন, তাহা হইতে জানা যায়, তিনি তৎকালে ভারতবর্ষের একটি ইতিহাস* ও ‘আনন্দমঠ উপন্যাস রচনা করিতেছিলেন। ডিবিসনাল কমিশনারের পাৰ্গন্যাল অ্যাসিস্টান্টরূপেই বঙ্কিমচন্দ্র ১৮৮১ খ্ৰীষ্টাম্বের ১৪ ফেব্রুয়ারি তারিখে হাবড়ায় বদলি হন। ঠিক এই সময়ে উস্থিার পিতৃবিয়োগ হয়। হাবড়ায় আসিয়াই বিচারের রায় লইয়া ম্যাজিষ্ট্রেট স্বাক্ল্যাণ্ড সাহেবের সহিত র্তাঞ্জবিবাদ বাধে। ১৮৮১ খ্ৰীষ্টাব্দের সেপ্টেম্বর মাসে বঙ্কিমচন্দ্র বঙ্গল গবর্মেন্টের অস্থায়ী অ্যাসিস্টাণ্ট সেক্রেটরী স্বরূপ কলিকাতায় স্থানান্তরিত হন। ১৮৮২ খ্ৰীষ্টাব্দের ২৬ জানুয়ারি তিনি ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুট কলেক্টররূপে অস্থায়ী ভাবে ২৪-পরগণায় আলিপুরে বদলি হন ; মধ্যে মে মাসে কয়েক দিন বারাসতে ছিলেন। ১৮৮২, ১৭ই মে হইতে ৭ই আগষ্ট পর্যন্ত পুনরায় আলিপুরে থাকিয় ৮ই আগষ্ট তারিখে তিনি জাজপুরে ( কটক ) বদলি হন। উপরোক্ত সময়ের মধ্যে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ (১৮৮২) পুস্তকাকারে প্রকাশিত হয়।

  • বঙ্কিমচন্দ্র একটি খসড়া-খাতায় এই ইতিহাসের উপকরণ প্ৰহ ক্ষরিয়াছিলেন । cनरें थीठां★ निब्रणिधिरु ठाप्रु विदङ्ग-दिछांगें कई रुईब्रांश्-Character of the Ancient Hindus, Maritime power and habits, External commerce, -Mauners and customs (women and widow marriage), Dates of authors, Wealth of ancient India, Government, Military power, Arab expeditions, Arab Geographers, Historicai and Miscellaneous.